thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

৭ আসনে ভোটগ্রহণ শেষ

২০১৪ জানুয়ারি ১৬ ১৭:২৪:০৭
৭ আসনে ভোটগ্রহণ শেষ

দ্য রিপোর্ট প্রতিবেদক : দেশের পাঁচ জেলার ছয়টি আসনের স্থগিত ৩৯০ কেন্দ্রের ভোটগ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার সকাল আটটায় শুরু হয়ে কোনো সহিংসতা ছাড়াই বিকেল চারটায় ভোটগ্রহণ শেষ হয়। এ সব জেলার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসাররা ইতোমধ্যে প্রতিবেদন পাঠিয়েছে বলে এ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন।

লক্ষ্মীপুর-১ আসনে বিচ্ছিন্ন জাল ভোটের অভিযোগ ছাড়া সুষ্ঠু ভোটগ্রহণ হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা। তবে কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোন বক্তব্য দেওয়া হয়নি।

৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে প্রধান বিরোধী দলের প্রতিরোধের মুখে দেশের বিভিন্ন জেলায় প্রায় ছয় শতাধিক ভোট কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করে কমিশন। তারমধ্যে ৮টি আসনে ৩৯২টি ভোটকেন্দ্রের ভোটগ্রহণের জন্য ১৬ জানুয়ারি নির্দিষ্ট করলেও সর্বশেষ আদালতের নির্দেশে কুড়িগ্রাম-৪ আসনে নির্বাচন স্থগিত হয়ে যায়।

সকাল থেকে দেশের পাঁচ জেলায় ৩৯০টি কেন্দ্রের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ কেন্দ্রগুলোতে প্রায় ১০ লাখ ৩ হাজার ভোটার রয়েছে।

(দ্য রিপোর্ট/এমএস/এসবি/আরকে/জানুয়ারি ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর