thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

আন্তর্জাতিক আদালতে হারিরি হত্যাকাণ্ডের বিচার শুরু

২০১৪ জানুয়ারি ১৬ ১৮:১৮:১০
আন্তর্জাতিক আদালতে হারিরি হত্যাকাণ্ডের বিচার শুরু

দ্য রিপোর্ট ডেস্ক : দ্য হেগের আন্তর্জাতিক আদালতে লেবাননের সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত চার হিজবুল্লাহ সদস্যর বিচার কার্যক্রম শুরু হয়েছে। খবর আলজাজিরা ও বিবিসির।

বৈরুতে কারবোমা হামলায় নিহত বিলিওনিয়ার হারিরি হত্যাকাণ্ডের বিচার তার মৃত্যুর নয় বছর পর শুরু হল। সিরিয়ার গৃহযুদ্ধের সময় লেবানন থেকে সিরীয় সৈন্য অপসারণে নেতৃত্ব দিয়েছিলেন তিনি।

২০০৫ সালের ১৪ ফেব্রুয়ারি এক ভয়াবহ কারবোমা হামলায় হারিরিসহ মোট ২২ জন নিহত হয়। আহত হয়েছিল ২২৬ জন।

২০০৭ সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে লেবাননের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হয়। এই ট্রাইব্যুনালেই হারিরি হত্যাকাণ্ডের বিচার চলছে।

হারিরির ওপর চালানো বোমা হামলার জন্য লেবাননের সিরিয়াপন্থি জেনারেলদের দায়ী করা হয়। কিন্তু ২০১১ সালে আদালত সিরিয়ার শিয়া সমর্থিত সংগঠন হিজবুল্লাহর মোস্তফা বদরুদ্দিন (৫২), সেলিম আইয়াশ (৫০), হোসাইন অনেইসি (৩৯) ও আসাদ সাবরার (৩৭) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

এ ছাড়া গত বছর পঞ্চম আসামি হিসেবে হাসান হাবিব মেরহিকে (৪৮) চিহ্নিত করা হলেও বর্তমান ট্রাইব্যুনালে তার বিচার করা হবে না।

(দ্য রিপোর্ট/এসকে/আরকে/জানুয়ারি ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর