thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

বিশ্ব ইজতেমার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

৪০ দেশের মুসল্লি এখন বাংলাদেশে

২০১৪ জানুয়ারি ১৬ ১৯:১৩:০৬
৪০ দেশের মুসল্লি এখন বাংলাদেশে

গাজীপুর সংবাদদাতা : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশে এখন কোনো সহিংসতা নেই। ইজতেমায় কোনো সহিংসতা হবে না। আসন্ন ইজতেমার প্রথম পর্বে প্রায় একশত দেশের মুসল্লিরা যোগদান করবেন। ইতোমধ্যে ৪০টি দেশের মুসল্লিরা বাংলাদেশে এসেছেন।

টঙ্গীতে বৃহস্পতিবার বিকেলে বিশ্ব ইজতেমা প্রস্তুতি পর্যালোচনা সভার সভাপতির বক্তব্যে আসাদুজ্জামান খান কামাল এ সব কথা বলেন।

গাজীপুর সিটি কর্পোরেশন টঙ্গী অঞ্চলের অফিসে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে গাজীপুর-২ আসনের সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, ইজতেমার মুরব্বি এরশাদুল হক, আইজিপি হাসান মাহমুদ খন্দকার, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র অধ্যাপক এম এ মান্নান বক্তব্য দেন।

সভায় পুলিশ, র‌্যাব, ডেসকো, ফায়ার সার্ভিস, স্বাস্থ্য বিভাগ, বিআরটিসিসহ ইজতেমায় সেবাদানকারী সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের কর্মকর্তারা যোগদান করেন।

(দ্য রিপোর্ট/এমএফ/এসবি/ এনআই/জানুয়ারি ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর