thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

শিল্পী এ রহমানের ‘নির্ভার জগৎ’

২০১৪ জানুয়ারি ১৬ ১৯:১৮:৩০
শিল্পী এ রহমানের ‘নির্ভার জগৎ’

দ্য রিপোর্ট ডেস্ক : ধানমন্ডির বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসে ১৮ জানুয়ারি শনিবার থেকে শুরু হচ্ছে শিল্পী এ রহমানের ‘নির্ভার জগৎ’ শীর্ষক চিত্র প্রদর্শনী।

রোম প্রবাসী শিল্পী এ রহমান তার দশ বছরের ভিজুয়াল আর্টের অভিজ্ঞতা দর্শকদের সামনে তুলে ধরবেন এই প্রদর্শনীতে। তার এই সিরিজের ছবির তত্ত্বাবধানে আছেন শিল্পী ও শিল্প সমালোচক মুস্তাফা জামান। দুই সপ্তাহব্যাপী এ প্রদর্শনীতে প্রধান অতিথি থাকবেন বিশিষ্ট শিল্পী মনিরুল ইসলাম। শনিবার বিকেল সাড়ে ৫টায় প্রদর্শনীর উদ্বোধন করবেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন শিল্প সমালোচক মইনুদ্দীন খালেদ।

১৮ জানুয়ারি শুরু হয়ে এ প্রদর্শনী চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। প্রদর্শনীটি প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকছে।

(দ্য রিপোর্ট/কেএম/এসবি/ এনআই/জানুয়ারি ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

শিল্প ও সংস্কৃতি এর সর্বশেষ খবর

শিল্প ও সংস্কৃতি - এর সব খবর