thereport24.com
ঢাকা, রবিবার, ৫ মে 24, ২২ বৈশাখ ১৪৩১,  ২৬ শাওয়াল 1445

শিশু যৌন নির্যাতন নিয়ে জাতিসংঘের মুখোমুখি ভ্যাটিকান

২০১৪ জানুয়ারি ১৬ ১৯:৩৫:১৭
শিশু যৌন নির্যাতন নিয়ে জাতিসংঘের মুখোমুখি ভ্যাটিকান

দ্য রিপোর্ট ডেস্ক : চার্চের পাদ্রিদের বিরুদ্ধে শিশুদের যৌন নির্যাতন করার অভিযোগে জেনেভায় জাতিসংঘের শুনানিতে অংশ নিয়েছে ভ্যাটিকানের চার্চ। এই প্রথম যৌন নির্যাতনের অভিযোগে সাধারণের মুখোমুখি হল ভ্যাটিকান। খবর বিবিসির।

শিশুদের বিরুদ্ধে অপরাধ সংগঠনের ব্যাপারে চার্চকে বিস্তারিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

আর্চবিশপ সিলভানো টমাসি বলেছেন, কিছু অপরাধ প্রমাণ করা সম্ভব নয় এবং প্রত্যেক শিশুকে ‘অলঙ্ঘনীয়’ রাখা উচিত।

এর আগে নির্যাতনের তথ্য দেওয়ার অনুরোধ প্রত্যাখ্যান করে ভ্যাটিকান।

তারপরও চার্চকে জনতার মুখোমুখি করার জাতিসংঘের এ উদ্যোগের ফলে চার্চে শিশু নির্যাতনের ঘটনা কমে আসবে বলে আশা করা হচ্ছে।

চার্চের কিছু শিশু যৌন হয়রানির চিত্র

জার্মানি- ২০১২ সালে আন্দ্রেস এল নামে এক যাজকের বিরুদ্ধে প্রায় এক দশক ধরে তিন ছেলে শিশুকে ২৮০ বার যৌন নির্যাতনের অভিযোগ ওঠে।

যুক্তরাষ্ট্র- বোস্টনের দুই যাজক পল শ্যানলি ও জন জিওঘানের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে ১৯৯০ সালে গণবিক্ষোভ হয়।

বেলজিয়াম- প্রায় এক বছর ধরে এক ছেলে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে ২০১০ সালের এপ্রিলে ব্রুগেসের বিশপ রজার ভ্যাঙ্গেলু পদত্যাগ করেন।

ইতালি- দ্য ক্যাথলিক চার্চ অব ইতালির কাছে ২০১০ সালে প্রায় ১০০টি যৌন নির্যাতনের অভিযোগ জমা হয়। ১০ বছরেরও বেশি সময় ধরে বিভিন্ন যাজক ওই অপরাধগুলো করেছিল।

আয়ারল্যান্ড- ২০০৯ সালে ক্যাথলিক চার্চ পরিচালিত বিদ্যালয় ও এতিমখানাগুলোতে শিশুদের যৌন ও মানসিক নির্যাতনের অভিযোগ পাওয়া যায়।

(দ্য রিপোর্ট/এসকে/ এনাআই/জানুয়ারি ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর