thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

পল্টনে হাতবোমা বিস্ফোরণ, পুলিশের গুলি

২০১৪ জানুয়ারি ১৬ ১৯:৪৩:১০
পল্টনে হাতবোমা বিস্ফোরণ, পুলিশের গুলি

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর পল্টন এলাকায় দুর্বৃত্তরা হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে। পাল্টা জবাবে পুলিশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে। সন্ধ্যা পৌনে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

ওই ঘটনায় সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার কমরুজ্জামানের সহকারী কমল ধর (৩০) আহত হয়েছেন। তিনি হাতিরপুল ফ্রি-স্কুল স্ট্রিটের ৩৯৮/১নং বাসায় ভাড়া থাকেন।

তিনি জানান, দারুসসালাম ভবনের সামনে চা খাওয়ার সময় হঠাৎ তিন/চারটি ককটেলের বিস্ফোরণ হয়। বিস্ফোরণে তার পা ঝলসে যায়। সঙ্গে সঙ্গে তার ভাই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।

তিনি আরো জানান, ওই ঘটনায় হাসান (৩২) নামে আরও একজন আহত হন।

পল্টন মডেল থানার উপ-পরিদর্শক হাবিবুর রহমান বলেন, ঘটনাটি শুনেছি। তবে এখনও পুরোপুরি জানি না। আমাদের মোবাইল টিম এরই মধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে।

(দ্য রিপোর্ট/এএইচএ/এসআর/এমএআর/ এনআই/জানুয়ারি ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর