thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

‘রাজনৈতিক ফায়দা হাসিলে সংখ্যালঘুদের ওপর হামলা’

২০১৪ জানুয়ারি ১৬ ১৯:৫৭:১৪
‘রাজনৈতিক ফায়দা হাসিলে সংখ্যালঘুদের ওপর হামলা’

ঠাকুরগাও সংবাদদাতা : বাংলাদেশ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. মিজানুর রহমান বলেছেন, হিন্দু মুসলিম বিভেদ সৃষ্টিকারীরা রাজনীতিক নয়। শুধু ফায়দা হাসিলের জন্য সংখ্যালঘু ও আদিবাসীদের ওপরে হামলা চালাচ্ছে তারা। এ দেশ হিন্দু মুসলিম প্রত্যেকের।

ঠাকুরগাঁও সদর উপজেলা গড়েয়া গোপালপুর গ্রামের হিন্দু অধ্যুষিত এলাকা বৃহস্পতিবার দুপুরে পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ড. মিজানুর রহমান নির্বাচনী সহিংসতার শিকার পরিবারগুলোকে সান্ত্বনা দিয়ে বলেন, এ দেশ সবার। হিন্দু মুসলিম কোনো বিভেদ সৃষ্টি হতে দেওয়া যাবেনা। কেউ চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে। এ সময় তিনি রাষ্ট্রের হয়ে ক্ষমা চান আক্রান্ত পরিবারের কাছে।

তিনি জানান, গড়েয়া গোপালপুরসহ বিভিন্ন অঞ্চলের সংখ্যালঘু ও আদিবাসী নির্যাতিতদের হৃদয়ের রক্তক্ষরণ কষ্ট বেদনা প্রধানমন্ত্রীকে জানাবেন। অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যারা এই সম্প্রদায়ের ওপর নিপীড়ন নির্যাতন চালিয়েছে তাদের কোনো ভাবেই ছেড়ে দেওয়া যাবেনা বলে মন্তব্য করেন তিনি।

ড. মিজানুর রহমান ক্ষতিগ্রস্ত গোপালপুর দেওনিয়া বাজার ও কালীমন্দির পরিদর্শন করেন। এ সময় নির্যাতিত নারী পুরুষেরা তাকে নানা সমস্যার কথা বলেন এবং তার কাছে নিরাপত্তার সহযোগিতা কামনা করেন।

ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলার সময় সেখানে উপস্থিত হন ওই ইউনিয়ন বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক। তারা দুর্বৃত্তদের পক্ষে সাফাই কথা বলার চেষ্টা করলে স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে ওঠেন। পরে পুলিশ তাদের নিবৃত করে।

এর আগে বুধবার রাতে তিনি শহরের আশপাশে চারটি গ্রামের দরিদ্র পরিবারের মাঝে ৫ শ’ কম্বল বিতরণ করেন।

এ সময় মানবাধিকার কমিশনের সদস্য বিশিষ্ট লেখক সেলিনা হোসেন ও সদস্য প্রফেসর মাহফুজা খানম, অতিরিক্ত জেলা প্রশাসক ড. মোকছেদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন, উপজেলা চেয়ারম্যান সুলতানুল ফেরদৌস নম্র চৌধূরী, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইন্দ্রনাথ রায় উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/এনএইচ/এসবি/আরকে/জানুয়ারি ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর