thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

হেলমেট পরে সরে গেলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী!

২০১৪ জানুয়ারি ১৬ ২০:০৮:০৫
হেলমেট পরে সরে গেলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী!

চাঁদপুর সংবাদদাতা : চাঁদপুরের কচুয়া উজানী মাদ্রাসায় তোপের মুখে মাথায় হেলমেট পরে নিরাপদে সরে গেলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর। এ সময় পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে।

বৃহস্পতিবার বিকেলে উজানী জামিয়া ইসলামিয়া ইব্রাহিমিয়া মাদরাসার ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তোপের মুখে পড়েন সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী।

প্রত্যক্ষদর্শী কামরুল হাছান আরমান জানান, আওয়ামী লীগ নেতা মহীউদ্দীন খান আলমগীর মঞ্চে ওঠার পরপরই হাজারো জনতা উত্তেজিত হয়ে পড়েন। একপর্যায়ে মঞ্চ লক্ষ্য করে তারা বোতল ছুড়ে মারতে থাকেন। এ সময় নিরাপত্তা বাহিনী দ্রুত ড. মহীউদ্দীন খান আলমগীরের মাথায় হেলমেট পরিয়ে নিরাপদে গাড়িতে তোলেন। এ সময় উত্তেজিত জনতা জুতা ও ইটপাটকেল ছুঁড়ে মারতে শুরু করেন।

আরমান জানান, সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী দ্রুত স্থান ত্যাগ করতে নবাবপুর হয়ে ঢাকা যাত্রা শুরু করেন। ওই সময় নবাবপুর সড়কে গাড়ি দিয়ে বেরিকেড দেওয়ার চেষ্টা চালায় উত্তেজিত জনতা। তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে।

কচুয়া থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন মজুমদার মুঠোফোনে দ্য রিপোর্টকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৩ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়া হয়েছে।

সহকারী পুলিশ সুপার আবু হানিফ বলেন, ‘ড. মহীউদ্দীন খান আলমগীর সাহেব হুজুরদের দোয়া চাইতে উপস্থিত হলে শ্রোতাদের একাংশ প্রতিবাদ জানায়। এর পরপরই হট্টগোল সৃষ্টি হয়। প্রতিবাদকারীরা হেফাজত ও জামায়াত সমর্থিত কিনা তা খতিয়ে আইনের আওত্তায় আনা হবে।

(দ্য রিপোর্ট/এমবি/এসবি/আরকে/ এনআই/জানুয়ারি ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর