thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

‘হতাশায় উনি আলোচনার কথা বলছেন’

২০১৪ জানুয়ারি ১৬ ২০:১৪:৫৯
‘হতাশায় উনি আলোচনার কথা বলছেন’

কুষ্টিয়া সংবাদদাতা : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মাহবুব-উল আলম হানিফ বলেছেন, নির্বাচন বানচালের সকল ষড়যন্ত্রে ব্যর্থ হয়ে হতাশায় উনি (খালেদা) এখন নতুন করে আলোচনার কথা বলছেন।

কুষ্টিয়া সদর উপজেলার কমলাপুর বাজারে বৃহস্পতিবার সকাল ১১টায় পথসভায় নেতাকর্মী ও স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের এ সব কথা বলেন তিনি।

মাহবুব-উল আলম হানিফ বলেন, সংবিধানের বাধ্যবাধকতার কারণে নির্বাচন করতে হয়েছে।

তিনি বলেন, নাশকতামূলক কর্মকাণ্ড বন্ধ ও যুদ্ধাপরাধীদের সঙ্গ ত্যাগ করে বিএনপিকে আলোচনায় বসার আহ্বান বারবারই করা হয়েছে। সেই আলোচনায় যদি কোনো সমঝোতায় পৌছানো সম্ভব হয়, তবে যে কোনো পদক্ষেপ নেওয়া যেতে পারে।

এ সময় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান প্রমুখ উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/এফএপি/এসবি/ আরকে/জানুয়ারি ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর