thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

সংরক্ষিত আসনের মনোনয়নপত্র কিনলেন স্পিকার

২০১৪ জানুয়ারি ১৬ ২০:৩৮:৫১
সংরক্ষিত আসনের মনোনয়নপত্র কিনলেন স্পিকার

দ্য রিপোর্ট প্রতিবেদক : দশম জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে বৃহস্পতিবার বিকেলে স্পিকারের ব্যক্তিগত সহকারী কামাল বিল্লাহ তার পক্ষে এ ফরম ক্রয় করেন।

সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রির দ্বিতীয় দিন বেলা এগারোটা থেকে ফরম বিক্রির কার্যক্রম শুরু হলেও সকাল সাড়ে নয়টা থেকেই সরব হয়ে ওঠে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়। মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, আওয়ামী লীগের সহযোগী ও অঙ্গ সংগঠনের নারী নেত্রীদের স্লোগানে মুখরিত ছিলো ধানমণ্ডির ৩/এ এলাকা। নারী নেত্রীদের পাশাপাশি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সেলিব্রেটি, আইনজীবীরাও।

দ্বিতীয় দিনে মনোনয়নপত্র কিনছেন ৩২৭ জন। প্রথম দিনে কেনেন ২১০ জন। এ নিয়ে ৫৩৭ জন মনোনয়নপত্র তুলেছেন। জমা দিয়েছেন প্রায় ১৫০ জন। সাংস্কৃতিক কর্মী অ্যাডভোকেট তারানা হালিম, ফাল্গুনী হামিদ, চিত্রনায়িকা রত্না আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিয়েছেন। এ ছাড়াও যারা মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিয়েছেন তারা হলেন- মহিলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শিরিন রুকসানা, ফরিদুন্নাহার লাইলী, ফজিলাতুন্নেছা ইন্দিরা, অধ্যক্ষা খাদিজা খাতুন শেফালী, শেফালী আক্তার, আসমা জেরীন ঝুমু, বানি ইয়াসমিন হাসি, এখিনব রাখাইন, চেমন আরা তৈয়ব, নাজমা আক্তার, অধ্যাপিকা অপু উকিল, কেহেলী কুদ্দুস মুক্তি, জাহানারা বেগম, অধ্যাপিকা জিন্নাতুন নেসা তালুকদার, তহুরা আলী, শেফালী মমতাজ প্রমুখ।

এ কার্যক্রম চলবে ১৭ জানুয়ারি শুক্রবার পর্যন্ত। মনোনয়নপত্র ফি নির্ধারণ করা হয়েছে পঁচিশ হাজার টাকা।

১৯ জানুয়ারি বিকেল ৩টায় দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আগ্রহী প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন ২০০৪ অনুযায়ী, গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে সংরক্ষিত আসনে নির্বাচনের জন্য কমিশন দল ও জোটওয়ারি তালিকা তৈরি করবে। ভোটার তালিকা ইসিতে টানিয়ে দেওয়ার নির্দেশনা রয়েছে।

এরপর ৩০০ আসনের বিপরীতে ৫০ সংরক্ষিত আসন দল বা জোটের অনুকূলে আসন বণ্টন করা হবে। সংসদে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে প্রতি আসনের বিপরীতে সংরক্ষিত আসন দাঁড়ায় শূন্য দশমিক ১৬৭টি। এ পদ্ধতিতে এবার আওয়ামী লীগ ৩৮, জাতীয় পার্টি ৬, স্বতন্ত্র ২, জাসদ ও ওয়ার্কার্স পার্টি ১টি করে সংরক্ষিত আসন পাবে।

আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রি ও জামাদান প্রক্রিয়ার দায়িত্ব পালন করছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, দফতর সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মান্নান খান ও উপ দফতর সম্পাদক মৃণাল কান্তি দাস প্রমুখ।

(দ্য রিপোর্ট/এইউএ/এসবি/ এনআই/জানুয়ারি ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর