thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

রাজধানীতে যুবকের রহস্যজন মৃত্যু

২০১৪ জানুয়ারি ১৬ ২২:০০:৩৫
রাজধানীতে যুবকের রহস্যজন মৃত্যু

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীতে যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত পৌনে নয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢামেক হাসপাতালের মেডিকেল অফিসার সোহেল দ্য রিপোর্টকে জানান, ওই যুবকের মৃত্যু সন্দেহজনক হওয়ায় তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য পুলিশকে জানানো হয়েছে।

নিহত যুবকের প্রতিবেশী শাহ আলম জানান, ওই যুবকের নাম টিটু রায় (৩৫)। তিনি যাত্রীবাহী বাসের কলারম্যান। তার বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার কালীগঞ্জ গ্রামে। বাবার নাম তৃপ্তি ভূষণ রায়। টিটু রায় রাজধানীর লক্ষ্মীবাজার কবি নজরুল কলেজ গলিতে থাকতেন।

পথচারী হাসান আলী জানান, রাত সাড়ে সাতটার দিকে সায়েদাবাদ জনপথ মোড়ে ওই যুবককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে ঢামেকে নিয়ে আসেন তিনি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হাসান আলী জানান, সম্ভবত টিটু রায় অজ্ঞান পার্টির কবলে পড়তে পারেন।

(দ্য রিপোর্ট/এসআর/এসবি/ এনআই/জানুয়ারি ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর