thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

বিলাসবহুল জীবনযাপনের জন্য সেনা কর্মকর্তা গ্রেফতার

২০১৪ জানুয়ারি ১৬ ২৩:০০:১৪
বিলাসবহুল জীবনযাপনের জন্য সেনা কর্মকর্তা গ্রেফতার

দ্য রিপোর্ট ডেস্ক : সাবেক লেফটেন্যান্ট জেনারেল গৌ জুনশান চাকরিতে থাকাকালীন পকেট ভারী করার পাশাপাশি কিনেছেন ডজনখানেক বাড়ি, মাও জিদংয়ের মূর্তি, স্বর্ণের নৌকা। একটু না হয় বিলাসবহুল জীবনযাপনই করতে চেয়েছিলেন তিনি! কিন্তু বাধ সাধল চীনা পুলিশ। এসব সম্পদের উৎস অনুসন্ধানে তাকে গ্রেফতার করেছে তারা। খবর আলজাজিরার।

দেশটির পিপলস লিবারেশন আর্মিতে সাবেক এই লেফটেন্যান্ট জেনারেল ও ডেপুটি লজিস্টিক চিফের ব্যাপক প্রভাব ছিল।

চীনা কেইকজিন ম্যাগাজিন জানায়, তার মাও মূর্তিটি এর আগে বেইজিং থেকে চুরি হয়েছিল।

জুনশানের বিরুদ্ধে সামরিক বাহিনীর জমি বিক্রির মাধ্যমে অবৈধ অর্থ উপার্জনের অভিযোগ রয়েছে। জানা গেছে, প্রত্যেক বিক্রিত প্লট থেকে ৬ শতাংশ করে কমিশন নিয়েছেন তিনি। যার পরিমাণ ৩৩০ মিলিয়ন ইউএস ডলারেরও বেশি। কেইকজিন জানিয়েছে, নিজ শহর পিয়াংয়ে তার পরিবার ভূমিদস্যু হিসেবে পরিচিত।

ম্যাগাজিনটির প্রতিবেদনে আরও বলা হয়েছে, স্থানীয়ভাবে ‘জেনারেল’স ম্যানশন’ হিসেবে পরিচিত জুনশানের বাড়ি থেকে একটি স্বর্ণের নৌকা, স্বর্ণের বেসিন, মাও জিদংয়ের একটি স্বর্ণের মূর্তি ও দামি মদ পেয়েছে পুলিশ।

(দ্য রিপোর্ট/এসকে/জানুয়ারি ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর