thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

রাজধানীর খিলগাঁওয়ে যুবক গুলিবিদ্ধ

২০১৪ জানুয়ারি ১৬ ২৩:০১:৪৮

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর খিলগাঁওয়ে এক যুবক গুলিবিদ্ধ হয়েছে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

আহত যুবকের নাম মাহবুব আলম কাজল (২৫)। তার বাসা ১৪/১৪ খিলগাঁওয়ে। পেশায় সে ব্যবসায়ী।

কাজল জানায়, রাত সাড়ে ৯টার দিকে খিলগাঁও চৌরাস্তা ক্রীড়া ও সমাজকল্যাণ সংঘে অন্যদের সঙ্গে সে আড্ডা দিচ্ছিল। এ সময় রিপনসহ কয়েকজন ক্লাবে ঢুকে এলোপাথারি গুলি ছোড়ে। এতে তার ডান ঊরুতে চারটা, মাথার পেছনদিকে ও ডান হাতের কব্জিতে একটা করে গুলি লাগে। আহত অবস্থায় স্থানীয় মৃদুলসহ তিনজন তাকে উদ্ধার করে ঢামেকের জরুরি বিভাগে রেখে পালিয়ে যায়।

ঢামেকের ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক বিষয়টি স্বীকার করে খিলগাঁও থানায় তা অবহিত করেছেন বলে জানান।

(দ্য রিপোর্ট/এসআর/এসকে/জানুয়ারি ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর