thereport24.com
ঢাকা, সোমবার, ৬ মে 24, ২৩ বৈশাখ ১৪৩১,  ২৭ শাওয়াল 1445

প্রকাশিত হলো হেমার অডিও অ্যালবাম

২০১৪ জানুয়ারি ১৭ ০৬:১৭:০৯
প্রকাশিত হলো হেমার অডিও অ্যালবাম

দ্য রিপোর্ট প্রতিবেদক : সিডি চয়েস থেকে প্রকাশিত হলো কণ্ঠশিল্পী হেমার প্রথম একক অ্যালবাম ‘দূরে কি থাকা যায়।’ সম্প্রতি সিডি চয়েসের নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ অ্যালবামের মোড়ক উন্মোচন করেন সিডি চয়েসের কর্ণধার শেখ সুমন এমদাদ, ক্রিয়েটিভ মিডিয়া ওয়ার্ল্ডের পরিচালক মনির হোসেন যুবরাজ এবং কণ্ঠশিল্পী হেমা।

অ্যালবামে ৫টি ডুয়েট গানসহ মোট ১০টি গান রয়েছে। গানগুলো সুর ও সঙ্গীত করেছেন কাজী শুভ, রাজীব হোসেন ও তৌসিফ। ডুয়েট গানে হেমার সঙ্গে কণ্ঠ দিয়েছেন কাজী শুভ, রাজীব হোসেন, তৌসিফ ও ইলিয়াস। গান লিখেছেন এ মিজান, রাজীব হোসেন, মাহমুদ আকাশ, শান্তনা মিঠু, কিবরিয়া রনি ও সাবরিনা।

নতুন অ্যালবাম সম্পর্কে হেমা বলেন, অনেক যত্ন করে গানগুলো করেছি। আমি চেষ্টা করেছি আমার দিক থেকে শতভাগ দিতে। শ্রোতাদের কথা মাথায় রেখে সব ধরনের গান এতে রাখা হয়েছে। আমার বিশ্বাস গানগুলো সবার ভালো লাগবে। আমি অ্যালবামটি নিয়ে আশাবাদী।

(দ্য রিপোর্ট/এমএ/এপি/শাহ/জানুয়ারি ১৭, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর