thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

‘জনগণ ভোট না দিয়ে হাসিনাকে পরাজিত করেছে’

২০১৪ জানুয়ারি ১৭ ১৪:১৫:০৬
‘জনগণ ভোট না দিয়ে হাসিনাকে পরাজিত করেছে’

দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলার জনগণ ৫ জানুয়ারি ভোট না দিয়ে শেখ হাসিনাকে পরাজিত করেছেন আর খালেদা জিয়াকে জয়ী করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন।

জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে শুক্রবার দুপুরে স্বাধীনতা ফোরামের উদ্যোগে শহীদ জিয়ার ৭৮তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ৫ জানুয়ারিতে কোনো নির্বাচনই হয়নি। আর তা বোঝা যায় শেখ হাসিনাকে ভোট না দেওয়ার ঘটনা থেকে।

সংবিধান ধ্বংসের মহাউৎসব চলছে এ কথা উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ নিজেরাই সংবিধান বানাচ্ছে। আবার নিজেরাই তা লঙ্ঘন করছে। তারা সংবিধান লঙ্ঘন করে স্পিকার নিয়োগ দিয়েছে।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ এমন একটি সরকার গঠন করেছে, যে সরকারের অধীনে বিরোধী দলও কাজ করবে। এখন জাতীয় পার্টির চেয়ারম্যানও প্রধানমন্ত্রীর কর্মচারী হবেন।

আলোচনা সভার সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবূ নাসির রহমতুল্লাহ। সভায় আরও উপস্থিত ছিলেন বেগম জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আজম খান, বিএনপির নির্বাহী সদস্য খালেদা ইয়াসমিন, এবিএম মোশারফ হোসেন প্রমুখ।

(দ্য রিপোর্ট/এমএম/এমএইচও/এমডি/এএল/জানুয়ারি ১৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর