thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

৪৮ ঘণ্টার মধ্যে ইনকিলাব খুলে দেওয়ার আহ্বান

২০১৪ জানুয়ারি ১৭ ১৪:৩৩:৩৯
৪৮ ঘণ্টার মধ্যে ইনকিলাব খুলে দেওয়ার আহ্বান

দ্য রিপোর্ট প্রতিবেদক : সরকারকে ৪৮ ঘণ্টার মধ্যে দৈনিক ইনকিলাব খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সভাপতি রুহুল আমিন গাজী।

জাতীয় প্রেস ক্লাবের সামনে শুক্রবার দুপুরে ঢাকা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে বন্ধ গণমাধ্যম খুলে দেওয়ার দাবিতে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে বন্ধ সকল গণমাধ্যম খুলে দিতে হবে। পাশাপাশি গ্রেফতার করা সকল সাংবাদিকদের মুক্তি দিতে হবে। আর তা না করলে সাংবাদিক সমাজ ঘরে ফিরবে না।

‘এ সরকার গণমাধ্যম বিরোধী সরকার’ এ কথা উল্লেখ করে তিনি বলেন, এ সরকার একের পর এক মিডিয়া বন্ধ করে দিচ্ছে। এ সরকারের পতন না হওয়া পর্যন্ত সাংবাদিক সমাজ আন্দোলন করেই যাবে, তারা ক্ষান্ত হবে না।

রুহুল আমিন গাজী আরও বলেন, এই সরকার দৈনিক ইনকিলাব বন্ধের মধ্য দিয়ে দেশ পরিচালনা শুরু করেছেন। আর শেষ করবেন কি দিয়ে তা বাংলার জনগণ বুঝতেই পারছে।

সমাবেশে ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/এমএম/এমএইচও/এমডি/আরকে/জানুয়ারি ১৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর