thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

সুচিত্রা সেনের মৃত্যুতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শোক

২০১৪ জানুয়ারি ১৭ ১৪:৩৪:৪৫
সুচিত্রা সেনের মৃত্যুতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শোক

দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী সূচিত্রা সেনের মৃত্যুতে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার গভীর শোক প্রকাশ করেছেন । সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার উপ-পরিচালক নূরুল হুদা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই শোকবার্তা পাঠানো হয়।

শোকবাণীতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, সুচিত্রা সেন ছিলেন বাংলা ভাষাভাষী সকল মানুষের প্রাণের স্পন্দন। তার অতুলনীয় ও অনবদ্য অভিনয়শৈলী সমগ্র বাংলা ভাষাভাষী মানুষের মনে চির জাগরূক হয়ে থাকবে। তার মৃত্যুতে সমগ্র বাংলা ভাষাভাষী মানুষ দারুণ ব্যথিত। তিনি বাংলা চলচ্চিত্রের একজন কিংবদন্তি ও অপ্রতিদ্বন্দ্বী। তিনি সূচিত্রা সেনের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোক বাণীতে ডেপুটি স্পিকার শওকত আলী বলেন, সুচিত্রা সেন ছিলেন বাংলা চলচ্চিত্রের একজন উজ্জ্বল জ্যোতিষ্ক। তার মৃত্যু বাংলা চলচ্চিত্রাঙ্গণের জন্য দারুন ক্ষতি। এ অপূরণীয় ক্ষতি কোনভাবেই পূরণ হবার নয়। তিনি সূচিত্রা সেনের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

(দ্য রিপোর্ট/এইউএ/এমএআর/এমডি/শাহ/জানুয়ারি ১৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর