thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

ঝিনাইদহে গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষ

২০১৪ জানুয়ারি ১৭ ১৫:১২:০৪
ঝিনাইদহে গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষ

ঝিনাইদহ সংবাদদাতা : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার তালীয়ান গ্রামে সামাজিক কোন্দলের জের ধরে দুই-দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

উভয় গ্রুপ শুক্রবার দুপুর ১২টার দিকে ঢাল, রামদা, শরকিসহ দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

আহতদের স্থানীয় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কালীগঞ্জ থানার সেকেন্ড অফিসার মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সামাজিক কোন্দলের জের ধরে ছাকাওয়াত হোসেন ও শের আলী গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলে আসছিল। এরই জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

তিনি আরও জানান, সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

(দ্য রিপোর্ট/আরএইচ/এফএস/এমএআর/আরকে/জানুয়ারি ১৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর