thereport24.com
ঢাকা, সোমবার, ৬ মে 24, ২৩ বৈশাখ ১৪৩১,  ২৭ শাওয়াল 1445

ইনকিলাব খুলে দেওয়ার দাবি খালেদার

২০১৪ জানুয়ারি ১৭ ১৭:০৭:১৭
ইনকিলাব খুলে দেওয়ার দাবি খালেদার

দ্য রির্পোট প্রতিবেদক : গণতান্ত্রিক পরিবেশ, দেশের স্থিতিশীলতা এবং শান্তি ও সমৃদ্ধির ধারা অব্যাহত রাখতে গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য উল্লেখ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘অবিলম্বে ইনকিলাবসহ সকল বন্ধ গণমাধ্যম খুলে দেওয়া ও গ্রেফতার সকল সাংবাদিককে নিঃশর্ত মুক্তি দেওয়ার জোর দাবি জানাচ্ছি।’

এক বিবৃতিতে শুক্রবার বিকেলে খালেদা জিয়া এ কথা বলেন। তিনি বলেন, ‘বাংলাদেশের অন্যতম প্রাচীন সংবাদপত্র ‘দৈনিক ইনকিলাব’ ভবনে গতকাল (বৃহস্পতিবার) রাতে পুলিশী হানা, পত্রিকাটির প্রকাশনা বিঘ্নিত করতে প্রেস সিলগালা ও তিনজন সাংবাদিককে গ্রেফতারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘গণতান্ত্রিক সভ্য সমাজে স্বাধীন মত প্রকাশ ও সংবাদপত্রের স্বাধীনতা স্বীকৃত গণতান্ত্রিক অধিকার। বর্তমান সরকারের আমলে জনগণের সকল অধিকার ফ্যাসিবাদী কায়দায় হরণ করা হয়েছে। রুদ্ধ করা হয়েছে নির্ভীকভাবে মত প্রকাশের স্বাধীনতাকে।’

খালেদা বলেন, ‘ইতোপূর্বে আওয়ামী লীগ সরকার দেশের জনপ্রিয় পত্রিকা ‘দৈনিক আমার দেশ’ বন্ধ ও এর সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেফতার করে অন্তরীণ রেখেছে। এ ছাড়া বেসরকারি টেলিভিশন চ্যানেল ওয়ান, দিগন্ত টিভি ও ইসলামিক টিভি বন্ধ করে দেওয়া হয়েছে। এ ধরণের অন্যায় ও ন্যাক্কারজনক কর্মকাণ্ড গণতন্ত্রের জন্য কখনোই শুভ নয়।’

বিএনপির সহ-দফতর সম্পাদক মো. আব্দুল লতিফ জনি স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।

(দ্য রির্পোট/টিএস-এমএইচ/এসকে/ আরকে/জানুয়ারি ১৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর