thereport24.com
ঢাকা, বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১,  ১৮ জমাদিউল আউয়াল 1446

রাষ্ট্রীয় মর্যাদায় সুচিত্রার শেষকৃত্য সম্পন্ন

২০১৪ জানুয়ারি ১৭ ১৭:২১:০৯
রাষ্ট্রীয় মর্যাদায় সুচিত্রার শেষকৃত্য সম্পন্ন

কলকাতা প্রতিনিধি : কেওড়াতলা মহাশ্মশানে চন্দন কাঠের সঙ্গে চির অন্তরালে বিলীন হলেন কিংবদন্তি চলচ্চিত্র অভিনেত্রী সুচিত্রা সেন। তার মুখাগ্নি করেন মেয়ে মুনমুন সেন। ভারতের স্থানীয় সময় শুক্রবার দুপুর ২টা ৩৫ মিনিটে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়।

এর আগে পশ্চিমবঙ্গ সরকার গান স্যালুটে শেষ শ্রদ্ধা জানায়।

উল্লেখ্য ২৪ ডিসেম্বর শ্বাসকষ্ট ও বুকে সংক্রমণ নিয়ে কলকাতার বেলভিউ হাসপাতালে ভর্তি হয়েছিলেন সুচিত্রা সেন। টানা ২৬ দিন তাকে বাঁচানোর লড়াই চালিয়ে যান চিকিৎসকরা। এর পর শুক্রবার সকালে ম্যাসিভ হার্ট অ্যাটাকে শেষ হয় সব লড়াই। দুপুর সাড়ে ১২টা নাগাদ কফিনে করে সুচিত্রা সেনকে বেলভিউ ক্লিনিক থেকে বের হয় শববাহী গাড়ি।

প্রথমে তাকে নিয়ে যাওয়া হয় তার বালিগঞ্জ সার্কুলার রোডের বাড়িতে। সেখান থেকে গোলপার্ক রামকৃষ্ণ মিশন ঘুরে দেহ পৌঁছায় কেওড়াতলা মহাশ্মশানে।

(দ্য রিপোর্ট/এমএস/এসবি/আরকে/জানুয়ারি ১৭, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর