thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

মন্ত্রী প্রটোকল না নেওয়ায় পুলিশের ডায়েরি

২০১৪ জানুয়ারি ১৭ ১৭:৩০:২২
মন্ত্রী প্রটোকল না নেওয়ায় পুলিশের ডায়েরি

গাজীপুর সংবাদদাতা : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক সরকারি প্রটোকল না নেওয়ায় এ ব্যাপারে জিডি (সাধারণ ডায়েরি) করেছে পুলিশ।

গাজীপুরের চান্দনা চৌরাস্তায় শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

দায়িত্বরত গাজীপুর টাউন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (টিএসআই) সাইদুর রহমান জিডিটি করেন।

পুলিশ সূত্র জানায়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক ঢাকা থেকে তার নির্বাচনী এলাকা কালিয়াকৈরের উদ্দেশে রওয়ানা হন। শুক্রবার দুপুর সাড়ে ১২টায় তিনি গাজীপুরের চান্দনা চৌরাস্তা অতিক্রম করেন। এ সময় জেলা পুলিশ তার নিরাপত্তার জন্য প্রটোকল দিতে চাইলে তিনি তাতে অস্বীকৃতি জানান।

এ অবস্থায় পুলিশ মন্ত্রীর প্রটোকল না নেওয়ার কারণ বর্ণনা দিয়ে জয়দেবপুর থানায় একটি সাধারণ ডায়েরি করে।

এদিকে স্থানীয় আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, মন্ত্রী এক মুক্তিযোদ্ধার নাতির খৎনা অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন।

(দ্য রিপোর্ট/এমএমএফ/এমএইচও/এসকে/ আরকে/জানুয়ারি ১৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর