thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

‘নাশকতা করে আন্দোলনে বিজয়ী হওয়া যায় না’

২০১৪ জানুয়ারি ১৭ ১৮:৪৯:৫৮
‘নাশকতা করে আন্দোলনে বিজয়ী হওয়া যায় না’

রাজশাহী সংবাদদাতা : রেলমন্ত্রী মুজিবুল হক বলেছেন, নাশকতা করে আন্দোলনে বিজয় পাওয়া যাবে না। ’৭১ সালে পাকিস্তানের দোসর জামায়াত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে পরাজিত হয়েছিল, তেমনি বর্তমান সরকারের কাছেও বিএনপি-জামায়াত চক্র পরাজিত হবে।

দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমায় আহত ট্রেনের সহকারী চালক মাহবুবুর রহমানকে শুক্রবার বিকেলে রাজশাহী রেলওয়ে হাসপাতালে দেখতে এসে এ সব কথা বলেন তিনি।

এ সময় মাহবুবুর রহমানকে এক লাখ টাকা অনুদান দেন মন্ত্রী। তার চিকিৎসার খোঁজ খবরও নেন তিনি।

মুজিবুল হক বলেন, সম্প্রতি রাজনৈতিক আন্দোলনের নামে খালেদা জিয়ার নির্দেশে রেলজুড়ে ব্যাপক নাশকতা চালানো হয়েছে। এতে অন্তত ৩৬ কোটি টাকার ক্ষতি হয়েছে। এ সব ঘটনা তদন্তে কমিটি হয়েছে। বেশ কয়েকটি মামলাও করা হয়েছে। আইন অনুযায়ী দোষীদের শাস্তি দেওয়া হবে।

এ সময় রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন, পশ্চিমাঞ্চল রেলওয়ের জেনারেল ম্যানেজার ফেরদৌস আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/এমএইচজে/এসবি/আরকে/জানুয়ারি ১৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর