thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

মালিবাগে কারচাপায় বেশ কয়েকজন আহত

২০১৪ জানুয়ারি ১৭ ২১:৫১:৪০

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর মালিবাগে এসবি (সিআইডি) অফিসের সামনে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ৬-৭টি রিকশাকে চাপা দিলে ৮-১০ জন আহত হয়। শুক্রবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

আহত অবস্থায় দু’জন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নেয়। তবে তাদের অবস্থা বেশ গুরুতর নয়। আহত দু’জন হলেন- রিকশাচালক নজির মিয়া (৪৫) ও রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এমবিএ’র ছাত্র তানজুম আহমেদ রনি (২৬)।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এই ঘটনায় সিআইডির একজন ইন্সপেক্টর ও তার স্ত্রী আহত হয়েছেন।

এদিকে এ ঘটনার পরপরই স্থানীয় জনগণ কারচালক শাকিবকে গণধোলাই দেয়। সে বর্তমানে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসাধীন।

(দ্য রিপোর্ট/এসআর/এসকে/ এনআই/জানুয়ারি ১৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর