thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

সংরক্ষিত ৩৮ আসনে মনোনয়ন প্রত্যাশী ৮২১

২০১৪ জানুয়ারি ১৮ ০২:৫৮:৫২
সংরক্ষিত ৩৮ আসনে মনোনয়ন প্রত্যাশী ৮২১

দ্য রিপোর্ট প্রতিবেদক : সংরক্ষিত মহিলা সংসদ সদস্য নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিতরণ ও জমা দেওয়ার কাজ শুক্রবার শেষ হয়েছে। দলের ৩৮ আসনে তিন দিনে মোট ৮২১ জন মনোনয়ন প্রত্যাশী ফরম জমা দিয়েছেন। ফরম বিক্রি বাবদ দলীয় ফান্ডে জমা পড়েছে ২ কোটি ৫ লাখ ২৫ হাজার টাকা।

ফরম বিতরণ ও জমার কার্যক্রমের দায়িত্বে নিয়োজিত দলের উপ-দফতর সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রথম দিন ফরম বিক্রি হয়েছে ২১০টি, দ্বিতীয় দিন ৩৮৫টি এবং তৃতীয় দিন ২২৫টি। মনোনয়ন ফরম বিতরণ ও জমা দেওয়ার তৃতীয় ও শেষ দিনের কার্যক্রমকে ঘিরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় ও এর আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ ছিল।

তৃতীয় দিন ফরম সংগ্রহ করেছেন ফেরদৌসী প্রিয়ভাষিণী, শামছুন নাহার বেগম, নাজমে নওরোজ, উন্মে ফাতেমা নাজমা, মেহনুমা জলি রাখী, জীবনুন্নেছা, সৈয়দা লুবানা নাজ আলম প্রমুখ।

দলের মনোনয়ন ফরম বিক্রির কাজে নিয়োজিত আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক জানিয়েছেন, যারা রাজনীতির মাঠে সক্রিয় ছিল, পরিচ্ছন্ন ইমেজের ও ২০৪১ রূপকল্প অনুযায়ী কাজ করে যাচ্ছে, আমরা তাদেরই মনোনয়ন দেব।

গত দুই দিনের মতো এ দিনও সকাল থেকেই মনোনয়ন প্রত্যাশী দল ও সহযোগী সংগঠনের নারীনেত্রী ও তাদের সমর্থকদের উপস্থিতিতে সরব ছিল গোটা এলাকা। নিজ নিজ প্রার্থীর পক্ষে স্লোগানে মুখর ছিলেন নেতাকর্মীরাও। সন্ধ্যা ৬টা পর্যন্ত ফরম বিতরণ ও জমা নেওয়ার কার্যক্রম চলার কথা থাকলেও বিপুলসংখ্যক মনোনয়ন প্রত্যাশীর ভিড়ে এই কার্যত্রক্রম রাত ৯টা পর্যন্ত চলেছে।

রবিবার বিকেল ৩টায় দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আগ্রহী প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন-২০০৪ অনুযায়ী, গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে সংরক্ষিত আসনে নির্বাচনের জন্য কমিশন দল ও জোটওয়ারি তালিকা তৈরি করবে এবং ভোটার তালিকা ইসিতে টাঙিয়ে দেওয়ার নির্দেশনা রয়েছে। এরপর ৩০০ আসনের বিপরীতে ৫০ সংরক্ষিত আসন দল বা জোটের অনুকূলে আসন বণ্টন করা হবে।

এবার আওয়ামী লীগ ৩৮, জাতীয় পার্টি ৬, স্বতন্ত্র ২ এবং জাসদ ও ওয়ার্কার্স পার্টি ১টি করে সংরক্ষিত আসন পাবে।

আওয়ামী লীগের ফরম বিক্রি এবং জমাদান প্রক্রিয়ার দায়িত্ব পালন করেছেন দলের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এমপি, দফতর সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মান্নান খান ও উপ-দফতর সম্পাদক মৃণাল কান্তি দাস প্রমুখ।

(দ্য রিপোর্ট/এইউএ/এমসি/শাহ/জানুয়ারি ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর