thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠক সন্ধ্যা ৬টায়

২০১৪ জানুয়ারি ১৮ ০৪:২৮:০৮
আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠক সন্ধ্যা ৬টায়

দ্য রিপোর্ট প্রতিবেদক : আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে অনুষ্ঠিত হবে শনিবার সন্ধ্যা ৬টায়। আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বৈঠকটি অনুষ্ঠিত হবে।

নতুন সরকার গঠন হওয়ার পর এই প্রথম দলটির কার্যনির্বাহী কমিটির সভা বসতে যাচ্ছে। সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈঠকে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সকল সদস্যকে উপস্থিত থাকার জন্য দলটির সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম অনুরোধ জানিয়েছেন।

(দ্য রিপোর্ট/বিকে/এইচএসএম/শাহ/জানুয়ারি ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর