thereport24.com
ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল 24, ১৫ বৈশাখ ১৪৩১,  ২০ শাওয়াল 1445

মিয়ানমারে পুলিশের গুলিতে ৮ রোহিঙ্গা নিহত

২০১৪ জানুয়ারি ১৮ ০৭:৩৭:৩৫
মিয়ানমারে পুলিশের গুলিতে ৮ রোহিঙ্গা নিহত

দ্য রিপোর্ট ডেস্ক : মিয়ানমারের রাখাইন প্রদেশে নতুন করে শুরু হওয়া সংঘর্ষে পুলিশের গুলিতে কমপক্ষে ৮ রোহিঙ্গা নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির আন্দোলনকারীরা। খবর বিবিসির।

গত সপ্তাহে রাখাইন প্রদেশের ম্যায়াংদাও শহরের কাছে একটি গ্রামে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে ওই আন্দোলনকারীরা।

তারা জানায়, ওই রোহিঙ্গা গ্রামে এক পুলিশ সদস্যকে আটকে রাখা হলে গ্রামবাসী ও পুলিশের সংঘর্ষ বাধে। দেশটির সরকার এ বিষয়ে কিছু জানে না বলে দাবি করলেও স্থানীয় প্রশাসন জানিয়েছে, সংঘর্ষে কোনো নিহতের ঘটনা ঘটেনি।

তবে ওই সংঘর্ষের পর ৮৪ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ।

আরকান প্রজেক্ট নামের রোহিঙ্গাদের নিয়ে কাজ করে এমন একটি গোষ্ঠী জানিয়েছে, গত ১৩ জানুয়ারি এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৮ রোহিঙ্গা নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

(দ্য রিপোর্ট/এআইএম/এমসি/শাহ/জানুয়ারি ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর