thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৯ এপ্রিল 25, ১৫ বৈশাখ ১৪৩২,  ১ জিলকদ  1446

মুম্বাইয়ে পদদলিত হয়ে ১৮ জনের মৃত্যু

২০১৪ জানুয়ারি ১৮ ১০:২৯:৩৭
মুম্বাইয়ে পদদলিত হয়ে ১৮ জনের মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক : ভারতের মুম্বাইয়ে এক আধ্যাত্মিক নেতার শেষকৃত্য অনুষ্ঠানে পদদলিত হয়ে ১৮ জন নিহত হয়েছেন।

শনিবার রাত দেড়টার দিকে মুম্বাইয়ের মালাবার হিল এলাকায় দাউদি বোহরার আধ্যাত্মিক নেতা সৈয়েদনা মোহাম্মেদ বুরহানুদ্দিনের শেষকৃত্য অনুষ্ঠানে সমাবেত জনতার হুড়োহুড়িতে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও দুর্যোগ নিয়ন্ত্রণ কার্যালয় সূত্রে জানা গেছে, সৈয়েদনা মোহাম্মেদ বুরহানুদ্দিনের প্রতি শেষ শ্রদ্ধা জানানোর জন্য তার মৃতদেহ সাইফি মাহালে রাখা হয়েছিল। এ সময় সমবেত হাজার হাজার জনতার হুড়োহুড়িতে এ দুর্ঘটনা ঘটে।

কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে, তা নিশ্চিত নয় বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। ১৭ জনের মৃতদেহ সাইফি হাসপাতালে ও একজনের মৃতদেহ কুমবালা হিল হাসপাতালে নেওয়া হয়েছে।

এ দুর্ঘটনায় আহত ২০ জনকে চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। গুরুতর আহত তিনজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আধ্যাত্মিক নেতা সৈয়েদনা মোহাম্মেদ বুরহানুদ্দিন দাউদি বোহরার প্রধান নেতা। তিনি ১০২ বছর বয়সে শুক্রবার মারা যান। এ দুর্ঘটনার পর শনিবার সকালে মুম্বাইয়ের ভেনদি বাজারে তার শেষকৃত্যের সময় নির্ধারণ করা হয়েছে। (সূত্র : এনডিটিভি)

(দ্য রিপোর্ট/কেএন/এমডি/শাহ/জানুয়ারি ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর