thereport24.com
ঢাকা, শনিবার, ৯ আগস্ট 25, ২৪ শ্রাবণ ১৪৩২,  ১৪ সফর 1447

মাওয়ায় ফেরি চলাচল শুরু

২০১৪ জানুয়ারি ১৮ ১১:০২:২৪
মাওয়ায় ফেরি চলাচল শুরু

মুন্সীগঞ্জ সংবাদদাতা : ঘনকুয়াশার কারণে মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে ১০ ঘণ্টা বন্ধ থাকার পর শনিবার সকাল সোয়া ১০টায় ফেরি চলাচল শুরু হয়েছে।

শুক্রবার রাত পৌনে ১টার দিকে মাঝ পদ্মায় মাগুরখণ্ড ও হাজরা চ্যানেলে ১২টি ফেরি কুয়াশার কারণে নোঙর করে রাখতে হয়। কুয়াশা কেটে গেলে সকাল সোয়া ১০টার দিকে নৌরুটের লঞ্চ, সি-বোর্ড ও ইঞ্জিনচালিত ট্রলার চলাচল স্বাভাবিক হয়েছে।

মাওয়া প্রান্তের বিআইডব্লিউটিসির এসিস্ট্যান্ট ম্যানেজার (বাণিজ্য) চন্দ্র শেখর জানান, কুয়াশার কারণে বয়াবাতি দেখতে না পাওয়ায় পদ্মার দুটি পয়েন্টে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, মখদুম, রানীগঞ্জ, রানীক্ষেত, কনকচাঁপা, কলমীলতাসহ ১২টি ফেরি বেশ কিছু যানবাহন নিয়ে নোঙর করে রাখে। ফেরিগুলোতে পণ্যবাহী ট্রাকের সংখ্যা বেশি। তবে শনিবার সকাল সোয়া ১০টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হয়।

(দ্য রিপোর্ট/এমএস/এএস/এএল/জানুয়ারি ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর