thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

আসামে বন্দুকধারীদের গুলিতে ৫ বাসযাত্রী নিহত

২০১৪ জানুয়ারি ১৮ ১১:৩৭:৫৬
আসামে বন্দুকধারীদের গুলিতে ৫ বাসযাত্রী নিহত

দ্য রিপোর্ট ডেস্ক : আসামের কোঁকরাঝাড় জেলায় ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট অব বোরোল্যান্ডের সদস্যদের গুলিতে পাঁচ বাসযাত্রী নিহত হয়েছেন।

শুক্রবার রাতে কোঁকরাঝাড় জেলায় মহাসড়কে পশ্চিমবাংলার শিলিগুড়ি থেকে মেঘালয়ের রাজধানী শিলংগামী ওই বাসটির যাত্রীদের ওপর নির্বিচারে গুলি চালায় ডেমোক্রেটিক ফ্রন্ট অব বোরোল্যান্ডের সদস্যরা।

আসামের পুলিশ জানিয়েছে, রাত সাড়ে নয়টার দিকে ডেমোক্রেটিক ফ্রন্ট অব বোরোল্যান্ডের সদস্যরা বাসটি থামিয়ে আট যাত্রীকে নিচে নামিয়ে নির্বিচারে গুলি করে। তাদের মধ্যে পাঁচজন ঘটনাস্থলেই মারা যান। আহতদের বোনগাইগঞ্জ সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনার সঙ্গে জড়িতদের আটক করার জন্য অভিযান শুরু হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। (সূত্র: এনডিটিভি)

(দ্য রিপোর্ট/ কেএন/ এমডি/এএল/জানুয়ারি ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর