thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

হাসিমুখেই থাকব, সুনন্দার শেষ টুইট

২০১৪ জানুয়ারি ১৮ ১৩:০৭:৩০
হাসিমুখেই থাকব, সুনন্দার শেষ টুইট

দ্য রিপোর্ট ডেস্ক : ভবিষ্যতে কী ঘটবে তা পূর্বনির্ধারিত, তাই হাসিমুখেই থাকব- ভারতের কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন প্রতিমন্ত্রী শশী থারুরের স্ত্রী সুনন্দা পুস্কর শুক্রবার সকালে তার শেষ টুইটারে এ কথাগুলোই লিখেছিলেন।

শুক্রবার সন্ধ্যায় নয়াদিল্লির চানক্যপুরীর লীলা প্যালেস হোটেলের একটি কক্ষ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। স্ত্রীর মৃত্যুর পর শনিবার সকালে বুকে ব্যথার কারণে হাসপাতালে ভর্তি হন শশী থারুর।

টুইটারে নিজের শারীরিক অসুস্থতার কথাও জানিয়েছিলেন সুনন্দা। তবে কীভাবে সুনন্দা মারা গেছেন, তা এখনও জানা যায়নি। পুলিশ এখনও এ ঘটনাকে আত্মহত্যা বলেনি। তারা কোনো সুইসাইড নোটও পায়নি বলে জানিয়েছে।

হাই-প্রোফাইল এ দম্পতির জীবনে বির্তকের সৃষ্টি হয় শশী থারুরের সঙ্গে পাকিস্তানের মেহের তারার নামের এক নারী সাংবাদিকের বিবাহ-বহির্ভূত সম্পর্কের অভিযোগ ওঠার পর। গত বুধবার স্বয়ং সুনন্দা এ অভিযোগ করেন। তবে বৃহস্পতিবারই বিভিন্ন গণমাধ্যমে দেওয়া বিবৃতিতে এই দম্পতি জানান তারা সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন এবং সারাজীবন তারা এভাবেই থাকতে চান।

মেহের তারারও শশীর সঙ্গে তার সম্পর্কের কথা অস্বীকার করেন। সূত্র : এনডিটিভি

(দ্য রিপোর্ট/কেএন/এইচএসএম/শাহ/জানুয়ারি ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর