thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

হিন্দু সম্প্রদায়েরর ওপর হামলা প্রতিরোধের আহ্বান যুক্তরাষ্ট্রের

২০১৪ জানুয়ারি ১৮ ১৩:২১:৪১
হিন্দু সম্প্রদায়েরর ওপর হামলা প্রতিরোধের আহ্বান যুক্তরাষ্ট্রের

দ্য রিপোর্ট ডেস্ক : বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা প্রতিরোধে সব রাজনৈতিক দলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

শুক্রবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেন সাকি এ আহ্বান জানান।

জেন সাকি বলেন, ‘বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতার ঘটনায় আমরা হতাশ। আমরা এই সহিংসতার কঠোর নিন্দা জানাচ্ছি। চলমান সহিংসতা রাজনীতিকে কোণঠাসা করে ফেলছে। রাজনৈতিক প্রক্রিয়ায় সহিংসতা গ্রহণযোগ্য নয়। আমরা সহিংসতা বন্ধের আহ্বান জানাচ্ছি।’

তিনি আরো বলেন, বাংলাদেশে যারা বর্তমানে রাজনৈতিকভাবে ক্ষমতায় আছে এবং যারা ভবিষ্যতে ক্ষমতায় যেতে চান- উভয়কেই আইনশৃঙ্খলা নিশ্চিত ও সহিংসতা বন্ধে সর্বশক্তি নিয়োগ করতে হবে। বিশেষ করে হিন্দুদের ওপর অত্যাচার ও ভীতি প্রদর্শন বন্ধে তাদের এগিয়ে আসতে হবে।

(দ্য রিপোর্ট/ কেএন/ এমডি/আরকে/জানুয়ারি ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর