thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

নাটোরে ইউপি চেয়ারম্যানকে হত্যা করেছে দুর্বৃত্তরা

২০১৪ জানুয়ারি ১৮ ১৩:৩৩:৫৫
নাটোরে ইউপি চেয়ারম্যানকে হত্যা করেছে দুর্বৃত্তরা

নাটোর সংবাদদাতা : নাটোরের সিংড়ায় আওয়ামী লীগ নেতা ও কলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলার রহমান ফনুকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ইউনিয়নের সাঁওইল গ্রামে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন জাহিদ নামের আরও একজন।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম ও স্থানীয়রা জানান, দুপুর বেলা সাড়ে ১২টার দিকে সিংড়ার একটি অনুষ্ঠান থেকে মোটরসাইকেলযোগে কলম ফিরছিলেন। পথে সাঁওইল গ্রামের কাছে এলে মোটরসাইকেল আরোহী কতিপয় সন্ত্রাসী তাদের পেছন থেকে হামলা করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এ সময় ফনুর মোটরসাইকেল চালক জাহিদও আহত হন। এলাকার লোকজন তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

(দ্য রিপোর্ট/এনএইচ/এএস/ এনআই/জানুয়ারি ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর