thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

‘বেগম জিয়া জঙ্গিবাদীদের ছাতা হিসেবে কাজ করছেন’

২০১৪ জানুয়ারি ১৮ ১৪:২১:১০
‘বেগম জিয়া জঙ্গিবাদীদের ছাতা হিসেবে কাজ করছেন’

দ্য রিপোর্ট প্রতিবেদক : ‘বেগম জিয়া জঙ্গিবাদীদের প্রতিনিধিত্ব করছেন। তাদের ছাতা হিসেবে কাজ করছেন’ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে শনিবার দুপুরে অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্য গণমাধ্যম আয়োজিত ‘সাম্প্রদায়িকতা ও গণমাধ্যম’ র্শীষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, বাংলাদেশ থেকে সাম্প্রদায়িক জঙ্গিবাদীদের বের করে দিতে হবে। একই সঙ্গে জঙ্গিবাদীদের ছাতা হিসেবে যারা কাজ করেন তাদেরও বর্জন করতে হবে।

তিনি বিএনপিকে উদ্দেশ করে বলেন, আপনারা যদি জামায়াতকে বর্জন না করেন তবে তাদের সঙ্গে আপনাদেরও এ দেশ থেকে বের করে দেওয়া হবে। তাছাড়া যতক্ষণ পর্যন্ত আপনারা এই জামায়াতকে বর্জন না করবেন, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে আপনাদের কোনো স্থান নেই।

তিনি বলেন, জামায়াত ও হেফাজত কোনো ধর্মীয় সংগঠন নয়। এরা মূলত ধর্ম ব্যবসায়ী। এদের বিরুদ্ধে প্রশাসন যদি কোনো ব্যবস্থা নেয় তবে তা ধর্মের ওপর ব্যবস্থা নেওয়া হবে না, তা হবে জঙ্গিবাদের ওপর ব্যবস্থা নেওয়া।

তিনি আরও বলেন, জামায়াত-শিবিরের নতুন সদস্যরা যুদ্ধাপরাধী না হলেও তারা পাকিস্তানের দালাল হিসেবে কাজ করছে। আর দালাল হিসেবে কাজের মধ্য দিয়ে তারা গণতন্ত্রকে হত্যা করছে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক কাজী রফিক। সভায় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক নেতা মঞ্জুরুল আহসান বুলবুল, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, সংগঠনের সমন্বয়ক পুলক ঘটক প্রমুখ।

(দ্য রিপোর্ট/এমএম/এমডি/শাহ/জানুয়ারি ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর