thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

বজ্রপাতে ক্ষতিগ্রস্ত ক্রাইস্ট দ্য রিডিমার

২০১৪ জানুয়ারি ১৮ ১৪:২৯:১৫
বজ্রপাতে ক্ষতিগ্রস্ত ক্রাইস্ট দ্য রিডিমার

দ্য রিপোর্ট ডেস্ক : পৃথিবীর নতুন সপ্তাশ্চর্য ক্রাইস্ট দ্য রিডিমার বজ্রপাতের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ব্রাজিলের রিও ডি জেনোরিতে অবস্থিত যীশু খ্রিষ্টের এই বিশাল মূর্তির ডানহাতের বুড়ো আঙ্গুল শুক্রবার রাতে বজ্রপাতে গুড়িয়ে গেছে।

রিও ডি জেনোরির ল্যান্ডমার্ক হিসেবে পরিচিত ক্রাইস্ট দ্য রিডিমার ৩৮ মিটার উঁচু। তিজুকা ফরেস্ট ন্যাশনাল পার্কে ৭১০ মিটার উঁচু করকোভাদু পাহাড়ের চূড়ায় এটি অবস্থিত।

২০০৭ সালে বিশ্বের মানুষের ভোটে ক্রাইস্ট দ্য রিডিমার নতুন সপ্তাশ্চর্যের এক আশ্চর্য হিসেবে নির্বাচিত হয়।

আগামী মাসে ক্রাইস্ট দ্য রিডিমার মেরামত করা হবে বলে জানা গেছে। সূত্র : এএফপি

(দ্য রিপোর্ট/কেএন/এইচএসএম/এএল/জানুয়ারি ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর