thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

‘সমাজবিরোধীরাই আসল সংখ্যালঘু’

২০১৪ জানুয়ারি ১৮ ১৫:২৫:৫৭
‘সমাজবিরোধীরাই আসল সংখ্যালঘু’

দ্য রিপোর্ট প্রতিবেদক : পুলিশ কমিশনার বেনজির আহমেদ বলেছেন, দেশে কোনো সংখ্যালঘু নাই। যারা সমাজবিরোধী কাজ করে তারাই এই দেশের আসল সংখ্যালঘু।

রাজারবাগ পুলিশ লাইনে শনিবার সকালে কমিউনিটি পুলিশ ও নাগরিক নিরাপত্তা কমিটি মহাসম্মেলন-২০১৪ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

কমিশনার বলেন, যারা আগুন দিয়ে মানুষ পোড়ায়, মানুষের জানমালের ক্ষতি করে তাদের এই দেশে প্রয়োজন নাই। কারণ তারা এই দেশের শত্রু। আর এই সন্ত্রাসীদের কারণে বিগত কয়েকমাসে সারা বাংলাদেশে আমাদের পুলিশ বাহিনীর প্রায় ১৮ জন নিহত হয়েছেন। ২৮০০ পুলিশ আহত হয়েছেন। পঙ্গুত্ব বরণ করেছেন ৩০০ জন, যাদের অনেকেই হয়তো আর স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে না।

তিনি আরও বলেন, এই শহরে প্রায় ২ কোটি লোক বসবাস করে। আর এই সকল লোক যদি আমাদের পাশে থাকে তাহলে আমরা সকল সন্ত্রাসীদের ধরতে পারবো। আর যারা রাজনীতি করে তারা আইনের উর্ধ্বে নন। কোনো অপকর্ম করলেই তাদেরকেও আইনের আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, আমি সকল শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানায় তারা যেন ইয়াবা, গাজা, ফেন্সিডিলসহ সকল ধরনের মাদক দ্রব্য থেকে দূরে থাকে। কারণ এ সকল নেশাজাত দ্রব্য আমাদের যুব সমাজকে ধ্বংস করে দেয়।

তিনি বলেন, ঢাকা শহরে ২৬ হাজার পুলিশ আছেন। আর তাদের মধ্যে কয়েকজন হয়তো অবৈধ কাজ করে। তারপরেও গতবছরে ১১ জন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।

বেনজির আহমেদ কমিউনিটি পুলিশের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা সতর্ক থাকবেন যাতে করে কোনো সন্ত্রাসী আপনাদের এলাকায় ঘাঁটি বসাতে না পারে।

তিনি বাড়িওলাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারা যেন বাড়ি ভাড়া দেওয়ার আগে ভাড়াটিয়াদের সঠিক তথ্য জেনে নেয়। বিশেষ করে ব্যাচেলারদের প্রতি যেন সজাগ দৃষ্টি রাখেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ কমিশনার ইব্রাহিম ফাতেমি। এ ছাড়া উপস্থিত ছিলেন পুলিশের যু্গ্ম-কমিশনার মোহাম্মদ শাহাবুদ্দিন, ঢাকা সিটি কর্পোরেশনের ছয়টি জোনের কমিউনিটি পুলিশের সভাপতি ও সহ-সভাপতিবৃন্দ।

(দ্য রিপোর্ট/এনইউডি/এমডি/আরকে/জানুয়ারি ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর