thereport24.com
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১,  ২৩ জমাদিউস সানি 1446

‘এসএসসি পরীক্ষা দুই একদিন পেছাবে’

২০১৩ অক্টোবর ৩০ ২১:৩১:৪১

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : আগামী ২ ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হলে এসএসসি ও সমমানের পরীক্ষা দুই একদিন পেছানো হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, এটা অনেক বড় একটি ধর্মীয় সম্মেলন। পরীক্ষা দুই একদিন পেছালে খুব একটা সমস্যা হবে না।

সচিবালয়ে বুধবার নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নুরুল ইসলাম নাহিদ এ কথা বলেন।

আগামী ২৪ জানুয়ারি বিশ্ব ইজতেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হবে। দ্বিতীয় পর্ব শুরু হবে ২ ফেব্রুয়ারি। এ পর্বের ইজতেমায় শরিক হওয়া থেকে বঞ্চিত হবে হাজার-হাজার শিক্ষক। এ সময়ে যানজট এবং নিরাপত্তার জন্য তাবলীগ কর্তৃপক্ষ এসএসসি পরীক্ষা পেছাতে শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে। শিক্ষাপঞ্জি অনুযায়ী ১ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা।

(দিরিপোর্ট২৪/আরএম/এইচএসএম/অক্টোবর ৩০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর