thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

‘পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে কাজ করুন’

২০১৪ জানুয়ারি ১৮ ১৭:২৪:৪৫
‘পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে কাজ করুন’

দ্য রিপোর্ট প্রতিবেদক : নবনিযুক্ত স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান পুলিশ সদস্যদের সততা, পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে জনগণের জান-মালের নিরাপত্তা বিধানসহ মানবাধিকার সমুন্নত রাখার নির্দেশ দিয়েছেন।

পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে শনিবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্স ও ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মত বিনিময়কালে তিনি এ নির্দেশনা দেন।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী দেশের আইনশৃঙ্খলা উন্নয়ন, জঙ্গিবাদ দমন, জনগণের জান-মালের নিরাপত্তা বিধান ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় পুলিশকে আরও সময়োপযোগী ও তৎপর ভূমিকা পালনের নির্দেশ দেন। দশম জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন স্থানে সংঘটিত নাশকতামূলক কর্মকাণ্ড পেশাদারিত্বের সঙ্গে মোকাবেলা করায় পুলিশ সদস্যদের ধন্যবাদ জানান তিনি। এ সময় তিনি সম্প্রতি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকালে দুর্বৃত্তদের হামলায় নিহত পুলিশ সদস্যদের আত্মার মাগফেরাত কামনা এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার। পরে অতিরিক্ত ডিআইজি ড. হাসান উল হায়দার বাংলাদেশ পুলিশের ইতিহাস, ঐতিহ্য, বর্তমান কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পপনা উপস্থাপন করেন।

মত বিনিময় সভায় আইজিপি হাসান মাহমুদ খন্দকার, অতিরিক্ত আইজিপি এ কে এম শহীদুল হক, এসবি’র অতিরিক্ত আইজিপি মো. জাবেদ পাটোয়ারী, র‌্যাবের মহাপরিচালক মো. মোখলেছুর রহমান, এপিবিএন’র অতিরিক্ত আইজিপি শেখ হেমায়েত হোসেন, ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ, সিআইডি’র অতিরিক্ত আইজিপি মো. মোখলেসুর রহমান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. হুমায়ূন কবিরসহ অন্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/কেজেএন/এসকে/সা/জানুয়ারি ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর