thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

সুনামগঞ্জে ইউপি চেয়ারম্যানসহ ৩৭ জনের বিরুদ্ধে পুলিশ এসল্ট মামলা

২০১৪ জানুয়ারি ১৮ ১৮:১০:১১
সুনামগঞ্জে ইউপি চেয়ারম্যানসহ ৩৭ জনের বিরুদ্ধে পুলিশ এসল্ট মামলা

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে পুলিশের ওপর হামলার দায়ে জেলা সদর উপজেলার সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সাত্তারসহ ১২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ২৫ জনের বিরুদ্ধে পুলিশ এসল্ট মামলা দায়ের করা হয়েছে। আহত সাব-ইন্সপেক্টর (এসআই) এমরান হোসেন বাদী হয়ে শনিবার দুপুরে সুনামগঞ্জ সদর মডেল থানায় এ মামলাটি করেন। মামলা নং ১০, তারিখ ১৮/০১/১৪ইং।

ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তারের বিরুদ্ধে তিন সাংবাদিককে পেটানো, অস্ত্র মামলাসহ কমপক্ষে ১০টি মামলা রয়েছে।

প্রসঙ্গত, জেলা সদর উপজেলার সুরমা ইউনিয়নের রহমতপুর গ্রামের মাঠে শুক্রবার চেয়ারম্যানের অনুমতিতে ঘোড়াদৌড়ের পাশাপাশি জুয়ার আসরের আয়োজন করা হয়। এলাকাবাসীর লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে সদর থানা পুলিশ ওইদিন দুপুরে ঘটনাস্থল থেকে দুই জুয়াড়িকে আটক করে। আটকদের থানায় নিয়ে আসার পথে পুলিশকে লক্ষ্য করে পরিকল্পিত হামলা চালায় চেয়ারম্যানের লোকজন। এতে এক এসআইসহ মোট তিন পুলিশ গুরুতর আহত হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে ৩০ রাউন্ড রাবার বুলেট ছোড়ে পুলিশ।

(দ্য রিপোর্ট/আরএআর/এসকে/আরকে/জানুয়ারি ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর