thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

মৌলভীবাজারে জোড়া লাগানো শিশুর জন্ম

২০১৪ জানুয়ারি ১৮ ১৮:২৩:১৪

মৌলভীবাজার সংবাদদাতা : মৌলভীবাজার শহরের একটি ক্লিনিকে অপারেশনের মাধ্যমে দুই মাথা, চার হাত ও চার পা বিশিষ্ট, মাথা হতে কোমর পর্যন্ত জোড়া লাগানো একটি অস্বাভাবিক যমজ ছেলে শিশুর জন্ম হয়েছে। মেডিক্যাল সাইন্সে যাকে কনজয়েন্ট টুইন বলে।

শনিবার বেলা সোয়া ১১টায় মৌলভীবাজার শহরের মৌলভী পলি ক্লিনিকে প্রায় ৪০ মিনিট সময় নিয়ে অপারেশন সফল করেন চিকিৎসক।

সার্জারি চিকিৎসক ডা. সুধাকর কৈরী জানান, শুক্রবার শিশুর মা ক্লিনিকে আসলে প্রথমে তার রক্তের গ্রুপ পরীক্ষা করার জন্য শহরের ইউনাইটেড ডায়াগনস্টিক সেন্টারে পাঠানো হয়। সেন্টারের চিকিৎসক ডা. সাব্বির হোসেন খাঁন আল্ট্রাসনোগ্রাফিসহ প্রয়োজনীয় পরীক্ষা করার সময় এই ত্রুটি ধরা পড়ে। তারপর প্রয়োজনীয় সব পরীক্ষা শেষে নিশ্চিত হওয়া যায় যে, শিশুটি নরমাল ডেলিভারি সম্ভব নয়। তাই অভিভাবক ও চিকিৎসক পরামর্শ করে শনিবার অপারেশন করা হয়।

তিনি জানান, শিশুটির বয়স ২৪ সপ্তাহ। জন্মের পর মাত্র ১০ মিনিট বেঁচে ছিল শিশুটি। ওজন প্রায় ২ কেজি। তবে শিশুটির মা সুস্থ আছেন।

তিনি আরও জানান, জেনেটিক কারণসহ বিভিন্ন কারণে এধরনের শিশুর জন্ম হয়। এধরনের শিশু এশিয়া ও আফ্রিকা অঞ্চলে প্রতি ৫০ হাজারে একজন ও ইউরোপ আমেরিকায় প্রতি ২ লাখে একজনের জন্ম হয়। তিনি এই শিশুটিকে বিরল বলে অভিহিত করেন।

(দ্য রিপোর্ট/টিএফ/এপি/আরকে/জানুয়ারি ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর