thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

‘রাষ্ট্রকেই সংখ্যালঘুদের সর্বোচ্চ নিরাপত্তা দিতে হবে’

২০১৪ জানুয়ারি ১৮ ১৮:৪৪:৫০
‘রাষ্ট্রকেই সংখ্যালঘুদের সর্বোচ্চ নিরাপত্তা দিতে হবে’

ঠাকুরগাঁও সংবাদদাতা : ঠাকুরগাঁওয়ে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদ জানিয়ে অ্যাডভোকেট সুলতানা কামাল বলেন, দেশের সংখ্যালঘুদের সর্বোচ্চ নিরাপত্তা দিতে হবে রাষ্ট্রকেই।

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মানবাধিকারকর্মী সুলতানা কামাল বলেন, এ দেশ আমার আপনার সবার। এখানে যারা হিন্দু মুসলমানের বিভেদ সৃষ্টি করে তারা সার্বভৌমত্বে বিশ্বাস করে না। তারা দেশ ও জাতির শত্রু। তিনি বলেন, নির্বাচনকালীন ঠাকুরগাঁওয়ে নির্যাতিতদের পুনর্বাসন করতে হবে। যাদের মধ্যে এখনও আতঙ্ক রয়েছে, তাদের নিরাপত্তা নিশ্চিত করবার জন্য প্রশাসনের সঙ্গে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।

রুখে দাঁড়াও বাংলাদেশ এর পক্ষে ড. আনিসুজ্জামানের নেতৃত্বে ৭ সদস্যের একটি প্রতিনিধি দল শনিবার দুপুরে ঠাকুরগাঁওয়ে আসেন। প্রতিনিধিদলে সুলতানা কামাল ছাড়াও ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক আবেদ খান।

সদর উপজেলায় ১০ম জাতীয় সংসদ নির্বাচনে নির্যাতিত এবং নির্বাচন বিরোধীদের দ্বারা আক্রান্ত হওয়ায় তাদের পাশে এসে দাঁড়ায় রুখে দাঁড়াও বাংলাদেশ। তারা সদর উপজেলার গড়েয়া গোপালপুর গ্রামে ক্ষতিগ্রস্ত দেওনিয়াহাট পরিদর্শন করেন। এরপর ক্ষতিগ্রস্তদের বাড়ি বাড়ি ঘুরে দেখেন। সেখানে নির্যাতিতদের সঙ্গে কথা বলেন এবং ঘটনার বিবরণ শোনেন।

(দ্য রিপোর্ট/এনএইচ/এপি/আরকে/জানুয়ারি ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর