thereport24.com
ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল 24, ১৬ বৈশাখ ১৪৩১,  ২০ শাওয়াল 1445

ফেসবুক, টুইটারে নজরদারি করবে ভারত

২০১৪ জানুয়ারি ১৮ ১৯:১৯:১৯
ফেসবুক, টুইটারে নজরদারি করবে ভারত

দ্য রিপোর্ট ডেস্ক : সামাজিক গণমাধ্যমের ‘অপব্যবহার’ ঠেকাতে ফেসবুক, টুইটারের ওপর নজরদারি করার পরিকল্পনা গ্রহণ করেছে ভারত সরকার। দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীলকুমার শিন্দে শনিবার এ কথা জানান। খবর টাইমস অব ইন্ডিয়ার।

শিন্দে বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর পদে বসে আমি দেখেছি, ফেসবুকে অনেকে পুরনো উসকানিমূলক ছবি দেয়, যা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে।’

একটি হিন্দি পত্রিকার উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নিতিশ কুমার ও রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) প্রেসিডেন্ট লালু প্রসাদ।

শিন্দে বলেন, ‘সম্প্রতি উত্তর-পূর্বের কিছু উসকানিমূলক বিষয় প্রকাশের ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘সামাজিক গণমাধ্যমগুলোর ক্ষতিকর প্রভাব সমাজকে ভুল নির্দেশনা দিচ্ছে। এ অবস্থা দেখে আমরা তা পর্যবেক্ষণ করার চিন্তা করছি।’

অনুসন্ধানী সাংবাদিকতার নামে ‘টুইস্টিং’য়ের ব্যাপারে দুঃখ প্রকাশ করেন শিন্দে। সাংবাদিকতায় সততা বজায় রাখার ক্ষেত্রে গণমাধ্যমগুলোর জন্য এটা একটা চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘গণমাধ্যমগুলোর প্রতিবেদনের সত্যতা আজ প্রশ্নবিদ্ধ। সাংবাদিকতায় সততা বজায় রাখার ক্ষেত্রে সংবাদপত্রগুলোর জন্য এটা একটা বিশাল চ্যালেঞ্জ।’

(দ্য রিপোর্ট/এসকে/এনআই/জানুয়ারি ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর