thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

‘হামলাকারীদের বিচার বিশেষ ট্রাইব্যুনালে করতে হবে’

২০১৪ জানুয়ারি ১৮ ২১:০৬:৫৩
‘হামলাকারীদের বিচার বিশেষ ট্রাইব্যুনালে করতে হবে’

রংপুর সংবাদদাতা : গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার বলেছেন, বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে সংখ্যালঘুদের ওপর হামলাকারীদের বিচার করতে হবে।

রংপুরের পাবলিক লাইব্রেরি মাঠে শনিবার বিকেলে গণজাগরণ মঞ্চের সমাবেশে এ কথা বলেন তিনি। এর আগে রোডমার্চটি বগুড়া থেকে বিকেল ৪টায় রংপুরে এসে পৌঁছায়। সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন-নিপীড়নের প্রতিবাদে গণসমাবেশে অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন লাকী আখতার ছাড়াও কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

ডা. ইমরান এইচ সরকার ধর্মের নামে যারা শান্তিপ্রিয় দেশটাকে সন্ত্রাসবাদী দেশ হিসেবে বিশ্বের কাছে পরিচিত করছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।

দেশের রাজনৈতিক দলগুলোতে এখন দুইটি ধারা উল্লেখ করে তিনি বলেন, একটি স্বাধীনতাপক্ষের অন্যটি স্বাধীনতাবিরোধী।

ডা. ইমরান এইচ সরকার স্বাধীনতাবিরোধী চক্রের হাত থেকে দেশকে রক্ষার জন্য নবীন-প্রবীণদের এক কাতারে আসার আহ্বান জানান।

(দ্য রিপোর্ট/আরআই/এসবি/আরকে/জানুয়ারি ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর