thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

‘রিভার অব দ্যা ওয়ার্ল্ড’ চিত্রকর্ম প্রদর্শনী

চিত্রকলার সঙ্গে সুরের মূর্ছনায় মাতোয়ারা রবীন্দ্র সরোবর

২০১৪ জানুয়ারি ১৮ ২২:১১:০৬
চিত্রকলার সঙ্গে সুরের মূর্ছনায় মাতোয়ারা রবীন্দ্র সরোবর

দ্য রিপোর্ট প্রতিবেদক : ধানমন্ডির নিসর্গময় জল-হাওয়ায় দাঁড়ানো রবীন্দ্র সরোবর মঞ্চে শনিবার সন্ধ্যায় ঝরে পড়ল সুরের অনুরণন। চিত্রকলার সঙ্গে সুরের মূর্ছনা যুক্ত হওয়ায় দর্শক-শ্রোতার মাঝে ছড়িয়ে পড়ে মুগ্ধতার আমেজ। গানে গানে শ্রোতাদের মাতিয়ে রাখেন কুষ্টিয়ার বাউল শিল্পী গোষ্ঠীর আরিফ বাউল।

এ অনুষ্ঠানের আয়োজন করে দ্য হংকং সাংহাই ব্যাংকিং করপোরেশন (এইচএসবিসি) বাংলাদেশ ও ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ।

বাংলাদেশ ও যুক্তরাজ্যের ক্ষুদে শিক্ষার্থীদের নিজ নিজ দেশের একটি নদীকে কেন্দ্র করে আঁকা শিল্পকর্ম নিয়ে দ্বিতীয় পর্যায়ে আয়োজিত ‘রিভার অব দ্যা ওয়ার্ল্ড’ প্রদর্শনী উপলক্ষে রবীন্দ্র সরোবরের মুক্তমঞ্চে চলছে মনোজ্ঞ এই সাংস্কৃতিক অনুষ্ঠান। সবার জন্য উন্মূক্ত এ প্রদর্শনী বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। প্রদর্শনী চলবে আগামী ১৯ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত। তবে শনিবার প্রদর্শনী চলে রাত সাড়ে ৮টা পর্যন্ত।

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় স্বাগতা অ্যান্ড ফ্রেন্ডস ব্যান্ডদলের সদস্যদের গান পরিবেশনার মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। এরপর সঙ্গীত পরিবেশন করে কুষ্টিয়ার বাউল শিল্পী গোষ্ঠী। একে একে তারা গায় ‘বেদ বেদির পর শাস্ত্র কানা, মন আমার দেহ ঘড়ি, লোকে বলে বলে রে, মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে’সহ বেশকয়েকটি গান। লালন ও হাছন রাজার গানগুলোও শ্রোতাদের মাতিয়ে রাখে। নানারকম বাদ্যযন্ত্রের সঙ্গে পরিবেশিত গানে মুগ্ধ হয় শ্রোতারা।

এই প্রদর্শনীর মূল আকর্ষণ ক্ষুদে চিত্র শিল্পীদের আঁকা চিত্রকর্ম। রং তুলির ছোঁয়ায় নদীকে নিয়ে নিজস্ব চিন্তাধারা ও উপলব্ধির প্রকাশ ঘটিয়েছে বাংলাদেশ ও যুক্তরাজ্যের ক্ষুদে শিক্ষার্থীরা। শিশুদের আঁকা এই শিল্পকর্ম সহজেই দর্শনার্থীদের বোধকে তাড়িত করে এবং ক্ষুদে শিল্পীদের কর্মের প্রতি আগ্রহী করে তুলে।

প্রদর্শনীর শেষদিনের অনুষ্ঠান রবিবার বিকেল ৩টায় শুরু হবে। দর্শকদের চমক দেওয়ার জন্য আগে থেকে পুরো অনুষ্ঠান সূচি জানানো হয়নি। তবে রাত ৮টায় ফায়ার ডেন্স পারফরমেন্স থাকছে বলে আয়োজকদের সূত্রে জানা গেছে।

(দ্য রিপোর্ট/এসআর/জেএম/এনআই/জানুয়ারি ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

শিল্প ও সংস্কৃতি এর সর্বশেষ খবর

শিল্প ও সংস্কৃতি - এর সব খবর