thereport24.com
ঢাকা, শুক্রবার, ৩ মে 24, ২০ বৈশাখ ১৪৩১,  ২৪ শাওয়াল 1445

শান্তি আলোচনায় বসছে সিরিয়ার বিদ্রোহী দল

২০১৪ জানুয়ারি ১৮ ২২:১৬:৪১
শান্তি আলোচনায় বসছে সিরিয়ার বিদ্রোহী দল

দ্য রিপোর্ট ডেস্ক : আগামী সপ্তাহে সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠেয় শান্তি আলোচনায় অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিরিয়ার বিদ্রোহী দল সিরিয়ান ন্যাশনাল কোয়ালিশন। এর আগে দেশটির সরকার স্বল্পমাত্রায় যুদ্ধবিরতি ও বন্দী বিনিময়ের প্রস্তাব দেয়। খবর আলজাজিরার।

তুরস্কের ইস্তাম্বুলে দলটির একটি বৈঠকে শনিবার এ সিদ্ধান্ত নেওয়া হয়। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা জাতিসংঘের উদ্যোগে ২২ জানুয়ারির শান্তি আলোচনায় অংশ নেবে। ইতোমধ্যে সিরিয়ার সরকার এ আলোচনায় অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে।

এর আগে শুক্রবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মুয়াল্লেম বলেছিলেন, তিনি রাশিয়ার কাছে আলেপ্পোতে যুদ্ধবিরতির একটি পরিকল্পনাপত্র পেশ করেছেন। একইসঙ্গে সরকার বন্দী বিনিময় করতে রাজি বলেও তিনি জানান।

অনেক দিন ধরেই যুক্তরাষ্ট্র সিরিয়ার সরকার ও বিদ্রোহী দলকে আলোচনায় বসার আহ্বান জানিয়ে আসছে। এবারের আলোচনায় উভয় পক্ষকে একটি শান্তিপূর্ণ সমাধানে আসতে চাপ দেওয়া হবে বলেও জানিয়েছে দেশটি।

(দ্য রিপোর্ট/এসকে/জানুয়ারি ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর