thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

‘নির্মল সেনের কথা লিখতে সংবাদপত্র কৃপণ’

২০১৪ জানুয়ারি ১৮ ২২:২২:০০
‘নির্মল সেনের কথা লিখতে সংবাদপত্র কৃপণ’

মতিনুজ্জামান মিটু, দ্য রিপোর্ট : নির্মল সেন স্মরণ জাতীয় কমিটির আহ্বায়ক ও বিশিষ্ট সাংবাদিক কামাল লোহানী বলেছেন, ‘সংবাদপত্রগুলো নির্মল সেনের কথা লিখতে কৃপণতা দেখাচ্ছে। তার স্মরণসভা প্রচারের জন্য ৭টি পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছিলাম, দুর্ভাগ্য একটিতেও ছাপা হয়নি।’

জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে শনিবার বিকেলে নির্মল সেনের প্রথম মৃত্যুবাষির্কীর আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি আরো বলেন, আমরা নির্মল সেনকে কতটা শ্রদ্ধা করি এটা তার প্রমাণ।

বর্তমান রাজনীতি সম্পর্কে কামাল লোহানী বলেন, সরকার বৈধ না অবৈধ তা বোঝার ক্ষমতা আমার নেই। ভোটই দিতে পারলাম না।

তিনি বলেন, এরশাদের মত ‘লম্পট’ রাজনীতিবিদকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। এ সব কথা আমরা শুধু বলেই যাচ্ছি। কিন্তু কিছু করে দেখাতে পারছিনা। আমরা ক্রমাগত বিচ্ছিন্ন হয়ে প্রতিপক্ষের হাতকে শক্তিশালী করে তুলছি। ঐক্যবদ্ধভাবে মানুষের কাছে না গেলে বিজয় ছিনিয়ে আনা যাবেনা।

স্মরণ সভায় আরো বক্তব্য দেন শ্রমিক কৃষক সমাজবাদী দলের আহ্বায়ক ও নির্মল সেন স্মরণ জাতীয় কমিটির মহাসচিব সিদ্দিকুর রহমান, বিশিষ্ট অর্থনীতিবি এম এম আকাশ, সিপিবি’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বুদ্ধিজীবী অজয় রায়, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান।

মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে কোনদিন খণ্ডিত করা যায় না। মুক্তিযুদ্ধের চেতনার কথা বলতে গেলে ৪ মূল নীতির কথা বলতে হবে। দু’টাকে ধরবেন আর দু’টাকে তার বিরুদ্ধে দাঁড় করিয়ে দেবেন তা হবে না।

এম এম আকাশ বলেন, মত ও পথের পার্থক্য থাকলেও নির্মল সেনকে শ্রদ্ধা জানানোর ব্যাপারে আমরা সবাই ঐক্যবদ্ধ। মৃত্যুর পরেও নির্মল সেনের সংগ্রাম অব্যাহত রয়েছে।

স্মরণসভায় কবিতা পাঠ ও গণসংঙ্গীত পরিবেশন করা হয়। গণসংঙ্গীত পরিবেশন করে উদীচী শিল্প গোষ্ঠী।

(দ্য রিপোর্ট/এম/এসবি/এনআই/জানুয়ারি ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর