thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

সারাদেশে বিজিবির কম্বল ও শীতবস্ত্র বিতরণ

২০১৪ জানুয়ারি ১৯ ০২:০৮:০৯
সারাদেশে বিজিবির কম্বল ও শীতবস্ত্র বিতরণ

দ্য রিপোর্ট প্রতিবেদক : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চলতি শীত মৌসুমে রাজধানীসহ সারাদেশের শীতার্ত ও দুস্থদের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু করেছে।

রাজধানীর মোহাম্মদপুর ও বেড়িবাঁধ এলাকায় শনিবার রাতে অসহায় ও দুস্থদের মাঝে সহস্রাধিক কম্বল ও শীতবস্ত্র বিতরণ করেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ।

বিজিবির উপ-মহাপরিচালক (প্রশাসন) কর্নেল রুস্তম আলী, উপ-মহাপরিচালক (অপারেশন) কর্নেল নজরুল ইসলাম, ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল এহিয়া আজম খান, বর্ডার সিকিউরিটি ব্যুরোর চিফ কর্নেল সেলিম মাহমুদ চৌধুরী এবং বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা দ্য রিপোর্টকে বলেন, রাজধানীসহ দেশের সীমান্ত এলাকা ও অন্যান্য স্থানে বিজিবির তত্ত্বাবধানে দশ সহস্র্রাধিক কম্বল ও শীতবস্ত্র ইতোমধ্যে বিতরণ করা হয়েছে।

চলতি শীত মৌসুমে নিজস্ব উৎস ছাড়াও অন্যান্য উৎস থেকে সংগৃহীত শীতবস্ত্র জনসাধারণের মাঝে বিতরণের উদ্যোগ নিয়েছে বিজিবি।

(দ্য রিপোর্ট/এনইউডি/এমএআর/জানুয়ারি ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর