thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ

২০১৪ জানুয়ারি ১৯ ০২:২৮:২২
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ভর্তি পরীক্ষার শেষ দিনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দু-গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ভর্তি পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানো নিয়ে শনিবার বিকেল সোয়া চারটার দিকে সংঘর্ষের সূত্রপাত হয়।

সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন দ্য রিপোর্টকে জানান, ছাত্রলীগের শান্তিপূর্ণ মিছিলে ছাত্রদল নামধারী ছাত্ররা বহিরাগতদের দিয়ে হামলা চালায়। এ সময় ছাত্রলীগ পাল্টা হামলার চেষ্টা করলে পুলিশ তাদের থামিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

তিনি আরও জানান, সংঘর্ষে পুলিশের ৫ সদস্য আহত এবং পুলিশের দুটি কাভার্ড ভ্যান ভাঙচুর করা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. আইনুল হক দ্য রিপোর্টকে বলেন, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। তদন্তসাপেক্ষে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আহ্বায়ক মাহমুদুর রহমান মাসুম জানান, নবীনদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রলীগের শান্তিপূর্ণ মিছিলে বিনা উস্কানিতে বহিরাগতদের নিয়ে হামলা চালায় ছাত্রদল। সংঘর্ষে ছাত্রলীগের তিন কর্মী আহত হলেও আমরা ধৈর্য্যের পরিচয় দেই।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষা শেষে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ক্যাম্পাসের মূল ফটকে মিছিল করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। এ সময় বিপরীত দিক থেকে ছাত্রদলের একাংশের একটি মিছিল মূল ফটকের কাছাকাছি আসায় উভয়পক্ষের মধ্যে উত্তেজনা দেখা যায়। ছাত্রদলের মিছিল থেকে ছাত্রলীগের মিছিল লক্ষ্য করে আকস্মিক ইট-পাটকেল নিক্ষেপ করলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

উভয়পক্ষের মধ্যে এ সময় কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড শর্টগানের ফাঁকা গুলি ছোড়ে। এক পর্যায়ে ছাত্রদলের কর্মীরা পুলিশ ও ছাত্রলীগের ধাওয়া খেয়ে পালিয়ে যায়। সংঘর্ষের সময় ছাত্রলীগের জীবন নামের এক কর্মী পায়ে গুলিবিদ্ধ হলে ছাত্রলীগকর্মীদের মধ্যে পুনরায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তারা বিশ্ববিদ্যালয়ের পাশের এলাকায় ছাত্রদল নিয়ন্ত্রিত দুটি মেসে ভাঙচুর চালায়।

(দ্য রিপোর্ট/এআর/এমএইচও/এমএআর/জানুয়ারি ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর