thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

‘বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্র করতে চায় জামায়াত’

২০১৪ জানুয়ারি ১৯ ০২:৪২:৫০
‘বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্র করতে চায় জামায়াত’

দিনাজপুর সংবাদদাতা : ‘জামায়াত বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত করতে চায়’- এ অভিযোগ করে তাদের প্রতিহত করার ঘোষণা দিয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।

গণজাগরণ মঞ্চের গাড়িবহর শনিবার রাত ৮টায় দিনাজপুর শহরে পৌঁছায়। পরে শহরের ইনস্টিটিউট প্রাঙ্গণে আয়োজিত পথসভায় তিনি জামায়াত-শিবিরকে রুখে দিতে স্বাধীনতার পক্ষের সকল শক্তিকে একত্রিত হবার আহবান জানান।

তিনি বলেন, ‘আত্মত্যাগ করে হলেও স্বাধীন বাংলাদেশে সাম্প্রদায়িকতা মুক্ত করা হবে। বর্তমানে দেশে স্বাধীনতাবিরোধী শক্তিরা সংখ্যালঘুদের ওপর হামলা-নির্যাতন চালাচ্ছে। তাদের বিরুদ্ধে সরকার কঠোর পদক্ষেপ না নিলে গণজাগরণ মঞ্চ কঠোর আন্দোলনে যাবে।’

ইমরান বলেন, ‘জামায়াত-শিবির দিনাজপুরসহ সারাদেশে সংখ্যালঘুদের ওপর হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে বাংলাদেশকে একটি জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত করার চেষ্টা চালাচ্ছে। যা কখনই গণজাগরণ মঞ্চ সফল হতে দেবে না।’

তিনি আরও বলেন, ‘জামায়াত-শিবির যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রম বাধাগ্রস্ত করতে নানা ধরনের চক্রান্ত চালিয়ে যাচ্ছে। এ দেশের মানুষ কোনোভাবেই যুদ্ধাপরাধীদের বিচার কাজ বাধাগ্রস্ত হতে দেবে না।’

তিনি এ সময় সরকারের কাছে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানান।

(দ্য রিপোর্ট/এমএইচআর/এমএইচও/এমএআর/জানুয়ারি ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর