thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

কাবুলে হামলায় যুক্তরাষ্ট্রের তীব্র নিন্দা

২০১৪ জানুয়ারি ১৯ ০৪:০২:১৮
কাবুলে হামলায় যুক্তরাষ্ট্রের তীব্র নিন্দা

দ্য রিপোর্ট ডেস্ক : হোয়াইট হাউসের পক্ষ থেকে শনিবার আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি রেস্টুরেন্টে আত্মঘাতী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়েছে। ওই ঘটনায় দুই আমেরিকানসহ ২১ জন নিহত হয়। খবর এনডিটিভির।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জে কারনি এক বিবৃতিতে বলেন, ‘কোনো সম্ভাব্য যুক্তি নেই এ ধরনের আত্মঘাতী হামলার। ওই হামলায় ২১ নিরাপরাধ বেসামরিক লোক নিহত হয়েছেন। যার মধ্যে আমেরিকান নাগরিকও আছেন। যারা আফগান নাগরিকদের ভবিষ্যত উন্নত জীবনযাত্রার জন্য দিনের পর দিন কাজ করে যাচ্ছিলেন।’

বিবৃতিতে জে কারনি তালেবানদের অস্ত্রসমর্পণ করে শান্তিপূর্ণ উপায়ে আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করতে আবারও আহ্বান জানান।

কাবুল পুলিশ প্রধান জানান, নিহত ২১ জনের মধ্যে আটজন আফগান নাগরিক ছিলেন। এ ছাড়া ১৩ বিদেশি নাগরিকের মধ্যে দুজন আমেরিকান।

নিহত বিদেশিরা জাতিসংঘ, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়, ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড (আইএমএফ) ও অন্যান্য সংস্থায় কর্মরত ছিলেন।

২০০১ সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর বিদেশিদের ওপর তালেবানদের এটিই সবচেয়ে ভয়ঙ্কর হামলা হিসেবে বিবেচিত হচ্ছে।

শুক্রবার রাতে ‘তাভেরনা ডিউ লিবান’ নামের ওই রেস্টুরেন্টে ডিনার চলাকালে আত্মঘাতী হামলাকারী গেটের মুখে তার শরীরে বাঁধা বিস্ফোরকের বিস্ফোরণ ঘটায়। একই সময় দুই বন্দুকধারী রেস্টুরেন্টের ভেতর প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালায়।

(দ্য রিপোর্ট/এমএইচও/এমএআর/শাহ/জানুয়ারি ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর