thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৯ এপ্রিল 25, ১৬ বৈশাখ ১৪৩২,  ১ জিলকদ  1446

ইয়েমেনে বন্দুকধারীর গুলিতে ইরানি কূটনৈতিক নিহত

২০১৪ জানুয়ারি ১৯ ১১:১৮:১৬
ইয়েমেনে বন্দুকধারীর গুলিতে ইরানি কূটনৈতিক নিহত

দ্য রিপোর্ট ডেস্ক : ইয়েমেনের রাজধানী সানায় অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে এক ইরানি কূটনীতিক নিহত হয়েছেন।

নিরাপত্তারক্ষীরা জানান, রাজধানীর দক্ষিণাঞ্চলের সাদ্দা এলাকায় নিজ বাসভবন থেকে গাড়িতে বের হওয়ার সময় বন্দুকধারীরা তার গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে পালিয়ে যায়। আহতাবস্থায় হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। হাসপাতাল কর্তৃপক্ষ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত বছরের জুলাইয়ে ইরানের আরেক কূটনীতিককে বন্দুকধারীরা অপহরণ করে নিয়ে যায়। এখনও ওই কূটনীতিককে বন্দি করে রেখেছে তারা।

প্রসঙ্গত, বেশ কিছু দিন ধরেই ইরান ও ইয়েমেনের মধ্যে শীতল সম্পর্ক বিরাজ করছে। ইরান ইয়েমেনের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছে বলে অভিযোগ করছে সানা। (সূত্র : এপি)

(দ্য রিপোর্ট/কেএন/এমডি/শাহ/জানুয়ারি ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর